এসএসসি হিসাববিজ্ঞান mcq মডেল প্রশ্ন

 




এসএসসি হিসাববিজ্ঞান mcq মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য 70 নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।

এসএসসি হিসাববিজ্ঞান mcq মডেল টেস্ট

১. লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কোনটি?
ক. প্রতিদান
খ. মূল্যের আদান-প্রদান
গ. ভাববিনিময়
ঘ. গ্রহণ ও প্রদান

নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :
নাঈম ব্রাদার্স, পারভেজ ট্রেডিং-এর নিকট পণ্য বিক্রয় করে ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটিতে ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হলো।

২. নাঈম ব্রাদার্সের প্রকৃত দেনাদারের পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা
খ. ১৮,০০০ টাকা
গ. ২০,০০০ টাকা
ঘ. ২২,০০০ টাকা

৩. উপর্যুক্ত দ্বিতীয় ঘটনাটি লেনদেনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে-
i. আর্থিক অবস্থার পরিবর্তন
ii. ঐতিহাসিক ঘটনা
iii. দ্বৈতসত্তা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. একটি ব্যবসায় প্রতিষ্ঠানে মোট সম্পদ ১,০০,০০০ টাকা। মোট সম্পদের ২/৫ অংশ দায় হলে মালিকানাস্বত্ব কত?
ক. ১,০০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা

৫. একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি

৬. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি

৭. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকাল কীরূপ?
ক. নির্দিষ্ট
খ. অনির্দিষ্ট
গ. চিরকাল
ঘ. জীবনব্যাপী

৮. একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণে গুরুত্ব কম দেওয়া হয়
i. আয়
ii. ব্যয়
iii. দায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৯. নিচের কোনটি মূলধনজাতীয় লেনদেন?
ক. আসবাবপত্র
খ. মনিহারি
গ. বিজ্ঞাপন
ঘ. বিমা

১০. মুনাফাজাতীয় প্রদানের ক্ষেত্রে বর্তমান বছরের অংশকে কী বলে?
ক. সম্পদ
খ. ব্যয়
গ. দায়
ঘ. মালিকানাস্বত্ব

১১. হিসাবের চলমান জের ছকে মোট কলাম সংখ্যা হলো-
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি

১২. হ্রাস পেলে ডেবিট হয়-
i. মালিকানাস্বত্ব
ii. দায়
iii. আয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৩. হিসাবের ক্ষেত্রে ক্রেডিট শব্দের অর্থ কোনটি?
ক. কৃতিত্ব
খ. বাম
গ. ডান
ঘ. দাতা

১৪. লেনদেন সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়?
ক. কার্যপত্রে
খ. খতিয়ানে
গ. রেওয়ামিলে
ঘ. জাবেদায়

১৫. ‘জার’ শব্দের অর্থ কী?
ক. স্থান
খ. তাক
গ. সঞ্চিতি
ঘ. দিন

১৬. সকল ধারে পণ্য ক্রয় লেখা হয় জাবেদায়।
ক. সাধারণ
খ. বিক্রয়
গ. ক্রয়
ঘ. প্রকৃত

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
আলম ট্রেডার্স লিটন এন্টারপ্রাইজের নিকট হতে ১০% বাট্টায় ৬০,০০০ টাকার পণ্য ক্রয় করে অর্ধেক মূল্য নগদে ও অর্ধেক মূল্য চেকে প্রদান করে।

১৭. আলম ট্রেডার্স ক্রয় হিসাবে ডেবিট করবে কত টাকা?
ক. ২৭,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ. ৫৪,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা

১৮. লিটন এন্টারপ্রাইজ ব্যাংক হিসাবে ডেবিট করবে কত টাকা?
ক. ২৭,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ. ৫৪,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা

১৯. খতিয়ান হিসাবের ছক কয় প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

২০. খতিয়ানের বৈশিষ্ট্য হলো-
i. পৃথক শিরোনাম
ii. শ্রেণিবদ্ধকরণ
iii. উদ্বৃত্তকরণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২১. T ছকের উভয়পার্শ্বে মোট কয়টি ঘর থাকে?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮ টি

২২. সাধারণ অর্থে উদ্বৃত্ত বা ব্যালেন্স কী অর্থে ব্যবহৃত হয়?
ক. ঘাটতি
খ. অতিরিক্ত
গ. অবশিষ্ট
ঘ. সমতা

২৩. নিচের কোনটির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়?
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. নগদান বহি
ঘ. রেওয়ামিল

২৪. রেওয়ামিলের উদ্দেশ্য কয়টি?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৬টি
ঘ. ৭টি

২৫. নিচের কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
ক. আন্তঃফেরত
খ. প্রদত্ত ঋণ
গ. বহিঃফেরত
ঘ. আয়কর

২৬. রেওয়ামিলে ধরা পড়ে না এমন ভুলকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

২৭. নিচের কোনটি তরল সম্পদ?
ক. সুনাম
খ. নগদ টাকা
গ. জমি
ঘ. দালানকোঠা

২৮. অন্যান্য ব্যয়ের উদাহরণ নিচের কোনটি?
ক. কুঋণ
খ. আইন খরচ
গ. শুল্ক
ঘ. ঋণের সুদ

২৯. কোনটি অন্যান্য খরচ?
ক. ঋণের সুদ
খ. ভাড়া
গ. অফিস খরচ
ঘ. কমিশন

৩০. অন্যান্য আয়-
i. বিনিয়োগের সুদ
ii. বিক্রয়
iii. শিক্ষানবিশ সেলামি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii


                                                    উত্তর পেতে এখনে ক্লিক করো





 

Post a Comment

Previous Post Next Post