No title


 

ভাবসম্প্রসারণঃ চরিত্র মানুষের অমূল্য সম্পদ (১)

মূলভাব : চরিত্র মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যার চরিত্র নেই, পৃথিবীতে তার কোনো সম্মান ও মর্যাদা নেই। চরিত্রহীন ব্যক্তি পশুর সমান।

সম্প্রসারিত ভাব: চরিত্রবান ব্যক্তি স্বকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজ জীবনে শ্রদ্ধাভাজন ও সমাদৃত হয়ে থাকেন। চরিত্র মানব জীবনের সুষমাময় সম্পদ। চরিত্র মানুষকে সুশোভিত করে। মানুষ তার মৌলিক সৌন্দর্যকে আরো আকর্ষণীয় ও মধুময় করতে যেমন সুন্দর সুন্দর পোশাক পরিধান করেন, ঠিক তেমনি চরিত্র অলংকার হিসেবে মানুষের মধ্যে অনুপম সৌন্দর্যের বিকাশ সাধন করে। মানব জীবনের অপরিহার্য উপাদান হচ্ছে স্বাস্থ্য, অর্থ এবং বিদ্যা।

আরো পড়ুনঃ নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে ভাব সম্প্রসারণ

তবে জীবনে এগুলোর যতই অবদান থাকুক না কেন, এককভাবে এগুলোর কোনোটিই মানুষকে সর্বোত্তম মানুষের পরিণত করতে সক্ষম নয়। যার পরশে জীবন ঐশ্বর্যমন্ডিত হয় এবং যার বদৌলতে মানুষ সমাজ জীবনে শ্রদ্ধা ও সম্মানের পাত্র হিসেবে আদৃত হয়ে থাকে তাই চরিত্র। নামমাত্র নৈতিকতা বা ন্যায়নিষ্ঠাই চরিত্র নয়। চরিত্রের মাঝে সমন্বয় ঘটাতে হবে মানুষের যাবতীয় মানবীয় গুণাবলীর ও আদর্শের।

চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়া-মোহ ও লোভ-লালসার অবিচ্ছেদ্য বন্ধন কে ছিন্ন করে লাভ করে থাকেন অপরিসীম শ্রদ্ধা ও অফুরন্ত সম্মান এবং ভালোবাসা। বিখ্যাত ইংরেজ লেখক স্যামুয়েল স্মাইলাম তাঁর "CHARACTER" নিবন্ধে বলেছেন "The crown and glory of life is - character"এই উক্তিটির মাধ্যমে মূলত অমূল্য সম্পদ চরিত্রের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।

মন্তব্য: চরিত্রের কাছে পার্থিব সম্পদ ও বিত্ত অতি নগণ্য। অর্থনৈতিক প্রাচুর্যের বিনিময়ে চরিত্রকে কেনা যায় না। মানব জীবনে চরিত্রের মতো বড় অলংকার আর নেই। তাই চরিত্র মানব জীবনের এক অমর্য সম্পদ।

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা

ভাবসম্প্রসারণ: হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান

ভাবসম্প্রসারণঃ সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা

ভাবসম্প্রসারণ: তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি সহজেই পশুপাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ

Post a Comment

Previous Post Next Post