১ . প্রতিবেদন: বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই
মনে করো, তুমি রংপুর অঞ্চলের 'দৈনিক প্রথম আলো' পত্রিকার প্রতিনিধি। বছরের প্রথম দিনে
সরকারি পৃষ্ঠপোষকতায় বই বিতরণের ওপর একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।
অথবা, মনে করো, তুমি হোমনা অঞ্চলের 'দৈনিক প্রথম আলো' পত্রিকার প্রতিনিধি। বছরের প্রথম দিনে
সরকারি পৃষ্ঠপোষকতায় বই বিতরণের ওপর একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।
অথবা, একটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিক হিসেবে বই বিতরণের ওপর একটি প্রতিবেদন তৈরি
করো।।
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই
নিজস্ব প্রতিবেদক: রংপুর: ১লা জানুয়ারি, ২০২৪: নতুন বছরের প্রথম দিন দেশব্যাপী উদ্যাপিত হলো
'পাঠ্যপুস্তক বিতরণ উৎসব। এ উৎসবের আওতায় দেশের প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের চার
কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার
৭৬০টি নতুন বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, নানা
প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এনসিটিবি নতুন বছরে বিপুলসংখ্যক শিক্ষার্থীর হাতে বিনা
মূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়।
শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সমন্বিতভাবে সারাদেশে পাঠ্যপুস্তক সুষ্ঠুভাবে বই বিতরণের কাজ করেছে।
বিভিন্ন জেলা- উপজেলায় মন্ত্রী, জনপ্রতিনিধি, উচ্চপদস্ত কর্মকর্তারা এই পাঠ্যপুস্তক বিতরণী কার্যক্রম
উদ্বোধন করেন। ঢাকা মহানগরীতে এবার প্রধান প্রধান স্কুলকে কেন্দ্র করে পাঠ্যপুস্তকের বিতরণ
কার্যক্রম চালানো হয়। এসব স্কুলের প্রধানরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠান এবং ওই এলাকার অন্যান্য
প্রতিষ্ঠানের বই বিতরণ কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করেন।
শিক্ষামন্ত্রীর সার্বক্ষণিক তৎপরতা ও আন্তরিকতায় পাঠ্যপুস্তকের যাবতীয় কর্মকাণ্ড সুচারুভাবে সম্পন্ন
হয়েছে। এনসিটিভির সম্পাদনা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ে একাধিকবার অনির্ধারিত সফরে এসে পাঠ্যপুস্তক বিষয়ক সব
কর্মকাণ্ডের সমস্যা ও অগ্রগতির ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন।
২. প্রতিবেদন: বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা
তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলার ওপর একটি প্রতিবেদন প্রণয়ন করো।
২৫শে মার্চ ২০২১
বরাবর
প্রধান শিক্ষক
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
সূত্র: ডা.খা.স.বা.উ.বি./২০২১/৭
জনাব,
আমি আপনার আদেশানুসারে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা
সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করছি।
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
১. ১৫ই মার্চ, ২০২৪ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ বছর
প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব ছিল দশম শ্রেণির ছাত্রীদের ওপর। ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায়
কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে মেলা অনুষ্ঠিত হয়।
২. সারাবছর নিয়মিত লেখাপড়ার মধ্যে এ মেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী হয়েছে। বৈচিত্র্যপূর্ণ
এ মেলা শিক্ষার্থীদের যেমন আনন্দ দিয়েছে তেমনি বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিতও করেছে।
৩. বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীরা স্টলে নানারকম জিনিসের পসরা সাজিয়ে
বসেছিল। বিজ্ঞানমেলা যে এত মনোরম হতে পারে তা এই মেলাটা না দেখলে বোঝা যেত না। ক্ষুদে
বিজ্ঞানীরা তাদের তৈরি নানা রকম উপাত্ত নিয়ে হাজির হয়েছিল। তাদের তৈরি এয়ারকুলার, রোবট
আমাদের অবাক করেছে। প্রসাধন সামগ্রী তৈরির স্টলটি ছিল দর্শনীয়। অতি অল্প সময়ে নানারকম
কেমিক্যালের সমন্বয়ে তৈরি করা হচ্ছিল ক্রিম, লোশন, পাউডার ইত্যাদি। এখানে মহিলা দর্শকদের
সমাগম হয় প্রচুর। সারাদিনই ছেলেমেয়ে আর বয়স্ক লোকের সমাগমে বিজ্ঞান মেলা ছিল উৎসবমুখর।
৪. মেলা চলাকালীন স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারীদের
উৎসাহিত করেছে ও নিজেরাও উপভোগ করেছে। বিজ্ঞান মেলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে
সাড়া জাগাতে পেরেছে।
৫. মেলার ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল, পরিবেশ ছিল আনন্দঘন।
৬. স্কুল জীবনে বিজ্ঞান মেলার বিশেষ গুরুত্ব বিদ্যমান। সেজন্য এর নিয়মিত আয়োজন হওয়া
প্রয়োজন।
প্রতিবেদকের নাম ও ঠিকানা: শান্তা বিশ্বাস তমা, দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ, রোল নম্বর ১ প্রতিবেদনের
শিরোনাম: ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।
প্রতিবেদন তৈরির সময়: সকাল ৯টা ৩০ মিনিট।
তারিখ: ২৬/০৩/২০২৪।