বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন: বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর /MCQ nobby lekhok diger Bangla 1st Paper

  


এইচএসসি পরীক্ষা  ২০২৫ প্রস্তুতি -  বাংলা প্রথম পত্র

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১. লেখকদের 'লোকরঞ্জন-প্রবৃত্তি' প্রবল হয়ে ওঠে কী কারণে?

ক. পাঠকের রুচি বিবেচনায় আনলে

অর্থলাভের আশায় লিখলে

গ. সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্য থাকলে

ঘ. বিদ্যা প্রকাশের প্রচেষ্টা থাকলে

২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'লেখা' বিলম্বে ছাপাতে বলেছেন কেন?

ক. উপযুক্ত প্রমাণ সংযোজনের সুবিধার্থে

খ. পাঠকের মনে চাহিদার উদ্রেক করতে

লেখার ভুল-ত্রুটি সংশোধন করতে

ঘ. মনুষ্যজাতির মঙ্গল সাধন করতে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। 'আপনারে যে ভেঙেচুরে গড়তে চায় পরের ছাঁচে, অলীক, ফাঁকি, মেকি সে জন, নামটা তার কদিন বাঁচে।

৩. কবিতাংশের ভাব 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের লেখকের যে নিবেদনের সাথে সাদৃশস্যপূর্ণ তা হলো-

i. পরানুকরণে নিরুৎসাহিতা

ii. অন্য লেখকদের অনুকৃতি

iii. স্বকীয়তায় সচেষ্ট থাকা নিচের কোনটি সঠিক?

ক. i ii

গ. ii ii

ঘ. i, ii iii

৪. উক্ত নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটত বলে প্রাবন্ধিক মনে করেন?

ক. লেখক স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হতেন

বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হতো

গ. অলংকার প্রয়োগ যথার্থ হতো

ঘ. রচনার পারিপাট্য বজায় থাকত

৫. ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬শে জুন কোন সাহিত্যিকের জন্ম তারিখ?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জনাগ্রহণ করেন?

ক. হুগলি

খ. বর্ধমান

গ. মেদিনীপুর

 চব্বিশ পরগনা

. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন?

ক. অধ্যাপক

গ. প্রকৌশলী

খ. ব্যবসায়ী

ম্যাজিস্ট্রেট

৮.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কী হিসেবে খ্যাতি ছিল?

ক. জনদরদি শাসক

যোগ্য বিচারক

গ. ডেপুটি কালেক্টর

ঘ. পরোপকারী জমিদার

৯.বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কতটি?

ক. ৩২  • ৩৪  গ. ৫৪  ঘ. ৬৪

১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিসূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?

ক. যশোরে

খ. বরিশালে

গ. ঢাকায়

খুলনায়

১১.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন?

ক. বঙ্গদর্শন

খ. বেঙ্গল গেজেট

গ. সাধনা

সম্বাদ প্রভাকর

১২বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?

ক. সম্বাদ প্রভাকর

গ. দিগদর্শন

বঙ্গদর্শন

ঘ. সমাচার দর্পণ

১৩. 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?

ক. ১৮৭০

খ. ১৮৭১

১৮৭২

ঘ. ১৮৭৩

১৪. কত খ্রিষ্টাব্দে 'সম্বাদ প্রভাকর' পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়?

ক. ১৮৭৩

খ. ১৮৫০

গ. ১৮৫১

১৮৫২

১৫.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?

ক. কপালকুণ্ডলা

গ. মৃণালিনী

খ. কৃষ্ণকান্তের উইল

দুর্গেশনন্দিনী

১৬. 'রাজসিংহ' উপন্যাসের লেখক কে?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

 • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

. মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কী?

Rajmohan's Wife

খ. Sultana's Dream

গ. Conquest of Happiness

ঘ. Civilization

১৮.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?

ক. কবিকঙ্কন

গ. ভোরের পাখি

সাহিত্যসম্রাট

ঘ. সান্ধ্য কবি

১৯.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?

ক. ১৮৩৮ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল

খ. ১৮৬৫ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল

গ. ১৮৯১ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল

১৮৯৪ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল

২০.'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার শুরুতে লেখক কীসের জন্য লিখতে নিষেধ করেছেন?

ক. অর্থ

যশ

গ. ধর্ম

ঘ. সৌন্দর্য

২১. যশের জন্য লিখলে কী হবে?

ক. যশ হবে

গ. লেখা ভালো হবে

খ. অর্থ হবে

লেখা ভালো হবে না

২২ . কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবেন?

লেখা ভালো হলে

খ. যশের জন্য লিখলে

গ. লেখক সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হলে

ঘ. অর্থের জন্য লিখলে

২৩. লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত?

ক. অর্থ আপনিই আসবে

খ. অলংকার আপনি আসবে

খ্যাতি আপনিই আসবে

ঘ. প্রকাশক আপনিই আসবে

২৪. রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কীসের জন্য লিখতে বারণ করেছেন?

ক. যশের

গ. ক্ষমতার

টাকার

ঘ. ব্যক্তিস্বার্থের

২৫. প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য লেখে এবং টাকাও পায়?

ক. এশিয়ায়

গ. আফ্রিকায়

ইউরোপে

ঘ. অস্ট্রেলিয়ায়

২৬. আমাদের এখনও সে দিন হয় নাই- কোন দিন?

টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন

খ. সম্মানি ছাড়াই সুসাহিত্য রচনার দিন

গ. সুশিক্ষার প্রভাবে সুসাহিত্য রচনার দিন

ঘ. শিক্ষা ছাড়াই সুসাহিত্য রচনার দিন

২৭. অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে?

ক. চুরি করার প্রবৃত্তি

গ. হিংসাত্মক প্রবৃত্তি

খ. স্বার্থসাধন প্রবৃত্তি

• লোকরঞ্জন-প্রবৃত্তি

২৮. আমাদের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করা হলে রচনা কেমন হয়ে ওঠে?

ক. সত্য ও সুন্দর

বিকৃত ও অনিষ্টকর

গ. জটিল ও দুর্বোধ্য

ঘ. সরল ও সহজবোধ্য

২৯. আমাদের সাধারণ পাঠকের মনোরঞ্জন করে সাহিত্য রচনা করা হলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে কেন?

ক. তাতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে বলে

খ. লেখক যশ লাভের আশায় লেখেন বলে

সাধারণ পাঠকগণ শিক্ষা ও রুচিতে পিছিয়ে বলে

ঘ. লেখা জটিল ও দুর্বোধ্য হয়ে ওঠে বলে

৩০. বঙ্কিমচন্দ্রের মতে, সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি?

  মানবকল্যাণ

গ. অর্থলাভ

খ. লোকরঞ্জন

ঘ. যশলাভ

৩১. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে কোনটি সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে?

ক. খ্যাতি লাভ

খ. প্রতিপত্তি অর্জন

সৌন্দর্য সৃষ্টি

ঘ. ব্যক্তিস্বার্থ উদ্ধার

৩২.তবে অবশ্য লিখিবেন'ড় কোন ক্ষেত্রে?

ক. যদি ব্যক্তিস্বার্থ হুমকির মুখে পড়ে

খ. যদি লিখলে অর্থপ্রাপ্তি ঘটে

গ. যদি যশ লাভের সম্ভাবনা থাকে

যদি সত্য ও সুন্দরের সৃষ্টি হয়

৩৩. . মানবকল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে সাহিত্য রচয়িতাদের লেখক কাদের সাথে তুলনা করেছেন?

ক. রিকশাওয়ালা

খ. ফেরিওয়ালা

যাত্রাওয়ালা

ঘ. কাবুলিওয়ালা

৩৪. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় কোন ব্যবসায়ীদের নীচ শ্রেণির বলা হয়েছে?

ক. সবজি ব্যবসায়ী

খ. চামড়া ব্যবসায়ী

যাত্রা ব্যবসায়ী

ঘ. ধান ব্যবসায়ী

৩৫. বাঁধন নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য স্থানীয় দুর্নীতিবাজ নেতার পক্ষাবলম্বন করে প্রবন্ধ লিখল। বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনা অনুসারে সে কোন শ্রেণির লোকদের সমতুল্য?

ক. বাড়িওয়ালা

খ. ফেরিওয়ালা

গ. কাবুলিওয়ালা

যাত্রাওয়ালা

৩৬. বঙ্কিমচন্দ্রের মতে কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না?

ক. যা অত্যন্ত দুর্বোধ্য

গ. যাতে বানান ভুলের আধিক্য আছে

যা মানুষের অনিষ্ট সাধন করে

ঘ. যাতে লোকরঞ্জন করা যায়

৩৭. সুতরাং তাহা একেবারে পরিহার্য' কোনটি?

ক. লোকরঞ্জনের প্রবৃত্তি

খ. লেখাকে সরল করে তোলার চেষ্টা

গ. সকল প্রমাণ লেখায় সংযুক্তকরণ

মানবকল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা

৩৮. সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?

খ. ব্যক্তিস্বাধীনতা

গ. অরুচিকর

ঘ. অপ্রয়োজনীয়

৩৯. লেখাকে কিছুকাল ফেলে রাখলে। কী লাভ হয়?

ক. বাজারে লেখকের চাহিদা বাড়ে

খ. অধিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়

ভুল-ত্রুটিগুলো নজরে আসে

ঘ. প্রকাশের সম্ভাবনা কমে যায়।

৪০. রচনার উৎকর্ষ সাধনের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কী?

লেখার পর ত্রুটি সংশোধনে সময় নেওয়া

খ. লেখায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা

গ. লেখায় অলংকার প্রয়োগে সচেষ্ট হওয়া

ঘ. উন্নত সাহিত্যের অনুকরণ করা

৪১.রুমকি লেখা শেষ হবার সাথে সাথে পরীক্ষার খাতা জমা দেয় না। হাতে অন্তত পাঁচ মিনিট সময় রেখে লেখা শেষ করে এবং পুরো খাতায় একবার চোখ বুলিয়ে দেখে সব ঠিকঠাক আছে কি না। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন উক্তিটি অনুচ্ছেদের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. যশের জন্য লিখিবেন না

যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না

গ. বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না

ঘ. কাহারও অনুকরণ করিও না

৪২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাব্য, নাটক ও উপন্যাস কত বছর ফেলে রেখে সংশোধন করতে বলেছেন?

ক. এক দুই

খ. দুই তিন

• দুই এক

ঘ. দুই চার

৪৩. প্রিয়ন্তী উড়োজাহাজ তৈরির জন্য সরঞ্জাম প্রস্তুত করা শুরু করে। প্রায় ৩ বছর পর সে গবেষণায় সফল হয় এবং একটি চালকবিহীন ছোটো উড়োজাহাজ ওড়াতে সক্ষম হয়। প্রিয়ন্তী 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন চরিত্রের বিপরীত?

সাময়িক লেখক

খ. অস্থির পাঠক

গ. নব্য লেখক

ঘ. সুচিন্তিত সুবোধ লেখক

৪৪. রচনার উৎকর্ষ সাধনে সময় নেওয়া হয়ে ওঠে না কাদের?

ক. যারা যশলাভে আগ্রহী

যারা সাময়িক সাহিত্যে আগ্রহী

গ. যারা অলংকার পরিত্যাগে আগ্রহী

ঘ. যারা বিদ্যা প্রকাশে আগ্রহী

৪৫. বঙ্কিমচন্দ্রের মতে, কোনটি লেখকের পক্ষে অবনতির?

সাময়িক সাহিত্য রচনার চেষ্টা

খ. অতি সরল রচনা লেখার চেষ্টা

গ. লেখায় প্রমাণ দাখিলের চেষ্টা

ঘ. মানবকল্যাণে লেখার চেষ্টা

৪৬. বিভিন্ন উপলক্ষ্যে আকাশকে অল্প সময়ে প্রবন্ধ লিখে পত্রিকা অফিসে ছাপাতে হয়। সময় স্বল্পতার কারণে সে নিজের লেখাটি দু একবারের বেশি পড়ে দেখতে পারে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, আকাশের লেখা প্রবন্ধগুলোকে কী বলা যায়?

ক. অপসাহিত্য

সাময়িক সাহিত্য

খ. বিকৃত সাহিত্য

ঘ. চিরন্তন সাহিত্য

৪৭. 'যে বিষয়ে যার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য।' এ বিষয়টি কোন সাহিত্যে রক্ষিত হয়?

ক. প্রবন্ধ সাহিত্য

সাময়িক সাহিত্য

গ. নাট্য সাহিত্য

ঘ. কাব্য সাহিত্য

৪৮. রচনায় জোরপূর্বক কোনটি বিরত থাকতে বলেছেন? প্রকাশের চেষ্টা থেকে  বঙ্কিমচন্দ্র

ক. ভাব

বিদ্যা

গ. প্রাঞ্জলতা

ঘ. সত্য

৪৯. 'বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না' কারণ বিদ্য-

ক. পাঠক অপমানিত বোধ করে

খ. রচনার সরলতা নষ্ট হয়

স্বাভাবিকভাবেই প্রকাশ পায়

ঘ. সব পাঠকের রুচি এক নয়।

৫০. রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কী হয়ে ওঠে?

ক. অবমাননাকর

খ. হানিকর

বিরক্তিকর

ঘ. ভয়ংকর

৫১. 'রচনার পারিপাট্যের বিশেষ হানিজনক।' কোনটি?

ক. রচনা ফেলে রাখা

গ. অলংকার প্রয়োগ

খ. প্রমাণাদি সংযুক্ত করা

বিদ্যা প্রকাশের চেষ্টা

৫২. এখনকার প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোনটি বড় বেশি দেখতে পান?

বিদেশি ভাষার উদ্ধৃতি

. চলিত ভাষার উদ্ধৃতি

খ. মাতৃভাষার উদ্ধৃতি

ঘ. সাধু ভাষার উদ্ধৃতি

৫৩. প্রবন্ধে বিদেশি ভাষার উদ্ধৃতির আধিক্য কোনটি প্রমাণ করে?

ক. অনধিকার চর্চা

বিদ্যা প্রকাশের চেষ্টা

গ. অলংকারের অপ্রয়োগ

ঘ. সাময়িক সাহিত্যে আসত্তি

৫৪. বঙ্কিমচন্দ্র রচনায় লেখককে কোন ভাষার উদ্ধৃতি ব্যবহারে নিরুৎসাহিত করেছেন?

ক. দেশি ভাষার

খ. সাধু ভাষার

লেখকের অজানা ভাষার

ঘ. ইংরেজি ভাষ্যর

৫৫. রচনায় অলংকার প্রয়োগ বা রসিকতার ব্যাপারে বঙ্কিমচন্দ্রের মত কী?

ক. এটি নিতান্তই অপ্রয়োজনীয়

জোরপূর্বক ব্যবহার বর্জনীয়

গ. যত বেশি সম্ভব করা উচিত

ঘ. লেখকের ইচ্ছার ওপর নির্ভর করে

৫৬. রচনায় অলংকার বা ব্যঙ্গ প্রয়োগের পরিমিতি নির্ভর করে কীসের ওপর?

লেখকের মুনশিয়ানার ওপর

খ. পাঠকের বোধগম্যতার ওপর

গ. প্রকাশকের চাহিদার ওপর

ঘ. বিদ্যা প্রকাশের দক্ষতার ওপর

৫৭. বঙ্কিমচন্দ্রের মতে, কোনটির মতো কদর্য আর কিছুই নেই?

ক. রচনাকে অতি সরল করার চেষ্টা

খ. অর্থ লাভের আশায় সাহিত্য রচনা

• রচনায় ব্যঙ্গ বা অলংকার অযাচিত প্রয়োগ

ঘ. রচনা লেখার পর দীর্ঘকাল ফেলে রাখা

৫৮.পত্রিকায় একটি লেখা পড়ে সোবহান সাহেব খুব বিরক্ত হলেন। অপ্রয়োজনীয় নানা বিশেষণে তা ভরপুর। এছাড়াও তাঁর মনে হলো যেন কাতুকুতু দিয়ে জোর করে হাসানোর চেষ্টা করেছেন লেখক। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি

নিবেদন' রচনা অনুসারে লেখাটিতে কোনটি লক্ষণীয়?

ক. যশ লাভের জন্য লেখার চেষ্টা

খ. বিদেশি রচনার অনুকরণ

গ. বিদ্যা প্রকাশের চেষ্টা

ব্যস্তা ও অলংকারের অপপ্রয়োগ

৫৯. 'যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে' এটি কেমন বিধি?

ক. নতুন

খ. চিরন্তন

প্রাচীন

ঘ. অত্যাবশ্যকীয়

৬০. বঙ্কিমচন্দ্রের মতে, কে শ্রেষ্ঠ লেখক?

ক. যিনি যশ লাভের আশায় লেখেন না

খ. যিনি অর্থ লাভের আশায় লেখেন না।

যার লেখায় মনের ভাব সহজেই ফুটে ওঠে

ঘ. যাঁর লেখায় বিদ্যা ও অলংকারের আধিক্য থাকে

৬১.বঙ্কিমচন্দ্রের মতে, লেখার উদ্দেশ্য কোনটি?

পাঠককে বোঝানো

খ. পাঠককে জ্ঞানদান

গ. পাঠকের মনোরঞ্জন

ঘ. পাঠকের শ্রদ্ধা অর্জন

৬২. বঙ্কিমচন্দ্র কারো লেখার অনুকরণ করতে নিষেধ করেছেন কেন?

ক. অনুকরণে গুণগুলো অনুকৃত হয়

অনুকরণে দোষগুলো অনুকৃত হয়

গ. অনুকরণে বিদ্যা প্রকাশ পায়।

ঘ. অনুকরণে অনধিকার চর্চা ঘটে

৬৩. 'ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে'- 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার কোন কথাটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?

ক. সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা

খ. বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না

অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না

ঘ. টাকার জন্য লিখিবেন না

৬৪. এ কথা কদাপি মনে স্থান দিও না'- কোন কথা?

অনুকরণের বাসনা

খ. প্রাঞ্জলতার ধারণা

গ. রচনা কিছুকাল ফেলে রাখা

ঘ. মানবকল্যাণের উদ্দেশ্যে লেখা

৬৫. কোনো বিষয়ে লেখার সময় যথেষ্ট প্রমাণ না থাকলে সে বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কী?

লিখিও না

খ. থামিও না

গ. প্রমাণ আবশ্যক নহে

ঘ. পরে সংগ্রহ করিও

৬৬. কোনো বিষয়ে লেখার জন্য প্রমাণাদি সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে বঙ্কিমচন্দ্রের পরামর্শ কী?

ক. সব প্রমাণাদি লেখায় সংযুক্ত করতে হবে

সব প্রমাণাদি হাতে থাকতে হবে cou

গ. প্রমাণ পরে সংগ্রহ করে নিতে হবে

ঘ. কিছু প্রমাণ সংগ্রহে রাখতে হবে

৬৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটিকে 'বাঙ্গালার ভরসা' বলেছেন?

বাংলার সাহিত্য

খ. বাংলার প্রকৃতি

গ. বাংলার কৃষি

ঘ. বাংলার মানুষ

৬৮. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোন উদ্দেশ্যে পরামর্শ প্রদান করেছেন?

ক. বাংলার লেখকদের অর্থনৈতিক দৈন্য দূরীকরণে

খ. বাংলা ভাষার পত্রিকাগুলোর প্রসারে

বাংলা সাহিত্যের উন্নতিকল্পে

ঘ. সাধু-চলিত ভাষারীতির দ্বন্‌দ্ব নিরসনে

৬৯. সৃজনশীল লেখনশৈলীর উৎকর্ষ সাধনে কোন রচনাটি সর্বাপেক্ষা সাহায্য করবে?

ক. আমার পথ

খ. বায়ান্নর দিনগুলো

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

ঘ. একটি তুলসী গাছের কাহিনি

. যশের জন্য লিখিবেন না। তাহলে-

1. যশলাভ হবে না

ii. লেখার মান খারাপ হবে

iii. অর্থপ্রাপ্তি ঘটবে না

নিচের কোনটি সঠিক?

গ. ii ii

খ. 13 III

ঘ. i, ii iii

৭১. আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনায় লেখকদের উচিত নয়-

i. রচনায় লোকরঞ্জন করা

ii. মানবকল্যাণে লেখা

iii. টাকার জন্য লেখা

নিচের কোনটি সঠিক?

ক. i ii

iiii

গ. ii iii

ঘ. i, ii iii

৭২. সুমনের ইচ্ছা অনেক বড় লেখক হয়ে অনেক টাকার মালিক হওয়া। তার প্রতি বঙ্কিমচন্দ্রের উপদেশ হলো-

i. যশের জন্য লিখিবেন না

ii. টাকার জন্য লিখিবেন না

iii. মানবকল্যাণে লিখিবেন

নিচের কোনটি সঠিক?

ক. i ii

খ. i iii

গ. ii iii

i, ii iii

৭৩. আমাদের দেশের পাঠক বিবেচনায়, সেই রচনা হিতকর হতে পারে না যে রচনা-

i. লেখক স্বার্থসাধনের জন্য লেখেন

ii. লেখক অর্থলাভের জন্য লেখেন

iii. পরনিন্দা বা পরপীড নকে উৎসাহিত করে

... নিচের কোনটি সঠিক?

গ. ii iii

৭৪. সাহিত্যের উদ্দেশ্য হলো-

1. সত্য ও সুন্দরের চর্চা

ii. পাঠকের মনোরঞ্জন

iii. মানবজাতির কল্যাণ সাধন

নিচের কোনটি সঠিক?

ক.

 i, ii ও iii

গ. ii iii

ঘ. I, II II

৭৫. 'অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ' অন্য উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে-

i. ধর্মপ্রচার

ii. ব্যক্তিগত স্বার্থোদ্ধার

iii. মানুষের অনিষ্ট সাধন

নিচের কোনটি সঠিক?

ক. i ii

খ. i iii

ii ও iii

ঘ. i, ii in

৭৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনাকে কিছুকাল ফেলে রাখার পরামর্শ দিয়েছেন-

i. ভুল-ত্রুটি সংশোধনের জন্য

ii. রচনার উৎকর্ষ লাভের জন্য

iii. লেখকের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য

নিচের কোনটি সঠিক?

  I ii

গ. ii iii

খ. i iii

ঘ. i, ii iii

৭৭. সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। কেননা, এতে-

i. ভুলত্রুটি থাকার আশঙ্কা থাকে

ii. কম অর্থ পাওয়া যায়

iii. লেখক নিজেকে শুধরে নেবার সুযোগ পান না

নিচের কোনটি সঠিক?

ক. i ii

i iii

গ. ii iii

ঘ. i, ii iii

৭৮. মামুন একটি প্রবন্ধ রচনার পরদিনই পত্রিকায় ছাপাতে চাইলে প্রকাশক বললেন আরও কয়েকদিন রেখে প্রবন্ধটি অনেক বার পড়ো। এরপর নিয়ে এসো। প্রকাশকের পরামর্শ মানলে মামুন যেভাবে উপকৃত হবে

i. ভুল-ত্রুটি শুধরে নেবার সুযোগ পাবে

ii. তুলনামূলক বেশি সম্মানি পাবে

iii. প্রবন্ধটির মান বৃদ্ধি করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ii

i iii

গ. ii iii

ঘ. i, ii iii

৭৯. রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা অনুচিত, কেননা-

i. বিদ্যা থাকলে আপনিই প্রকাশ পায়

ii. পাঠক বিরক্তবোধ করে

iii. রচনার গুণগত মান নষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ii

গ. ii iii

খ.i iii

i ,  ii iii

৮০. রচনার উৎকর্ষ সাধনে প্রয়োজন-

i. ছাপানোর পূর্বে কিছুকাল সময় নিয়ে সংশোধন করা

ii. রচনায় যথাসম্ভব বিদ্যা প্রকাশের চেষ্টা করা

iii. অলংকারের প্রয়োগে সাবধানতা অবলম্বন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ii

i iii

গ. ii iii

ঘ. I  ii iii

 

৮১. রচনার উৎকর্ষ সাধনে বর্জনীয়-

1. যশ লাভের আশা

ii. বিদ্যা প্রকাশের চেষ্টা করা

iii. ব্যঙ্গ ও অলংকারের অযাচিত প্রয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ii

গ. ii iii

খ. i im

 i, ii iii

৮২. সরলতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সকল অলংকারের শ্রেষ্ট অলংকার বলেছেন। কারণ-

i. পাঠক সহজে লেখা বুঝতে পারে

ii. লেখকের লেখা বুঝতে পারাই লেখার সার্থকতা

iii. লেখা দুর্বোধ্য হলে তার সৌন্দর্য হারায়

নিচের কোনটি সঠিক?

ক. i ii

গ. ii iii

খ. । ও iii

i, ii iii

৮৩. 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনা অনুসারে

শাওনের কোন বৈশিষ্ট্য বিদ্যমান?

ক. বিদ্যা প্রকাশের চেষ্টা

খ. অনুকরণপ্রিয়তা

লোকরঞ্জন-প্রবৃত্তি

ঘ. অলংকারের অপপ্রয়োগ



Post a Comment

Previous Post Next Post