সংবাদপত্রে শিক্ষার্থীদের জন্য লেখা প্রকাশিত
হয় এমন একটি পাতার নাম ‘শিক্ষা পাতা’। বহুলপ্রচারিত দেশের জাতীয় দৈনিকগুলোর প্রায় সব কয়টিতেই স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য এ পাতা বের করে থাকে।
সিলেবাস অনুযায়ী প্রশ্ন, উত্তর ও বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা থাকে পাতাগুলোয়।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সিলিবাসভুক্ত বিষয়ের ওপর
প্রশ্ন, উত্তর, ব্যাখ্যা, ভাবসম্প্রসারণ, রচনা-এসবের
প্রায় সবই তুলে ধরা হয় পত্রিকাগুলোর শিক্ষা পাতায়। দেশের নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের জ্ঞানগর্ভ
লেখা ও আলোচনা তুলে ধরেন এসব পাতায়। কোনো কোনো কাগজ ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে
তথ্য পরিবেশন করে । এর পাশাপাশি ‘ক্যাম্পাস পাতা’য় কলেজ,
বিশ্ববিদ্যালয় পরিচিতি এবং বিভিন্ন
প্রতিষ্ঠানের সাফল্যের খবর তুলে ধরা হয়। থাকে দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের
বৃত্তির খোঁজখবর। ভর্তি পরীক্ষা, বিভিন্ন নিয়োগ পরীক্ষার
প্রস্তুতি, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিবিষয়ক
প্রশ্নোত্তর গুরুত্বের সঙ্গে পরিবেশন করে কোনো কোনো কাগজ।
