এসএসসি আইসিটি মডেল টেস্ট
১. কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন
করেন?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা ল্যাভলেস
গ. জেমস ক্লার্ক-ম্যাক্সওয়েল
ঘ. বিল গেটস
২. কোন শতাব্দীর সম্পদ হচ্ছে জ্ঞান?
ক. অষ্টাদশ
খ. উনবিংশ
গ. বিংশ
ঘ. একবিংশ
৩. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?
ক. অ্যাডা লাভলেস
খ. জন কেরি
গ. মার্ক জাকারবার্গ
ঘ. চার্লস ব্যাবেজ
৪. কোনটি সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়?
ক. ই-লার্নিং
খ. ই-মেইল
গ. ই-বুক
ঘ. ওয়ার্ড-বুক
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
নাহিয়ান তার বড় ভাইয়ের কাছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের কথা জানতে চাইল। তার
বড় ভাই তাকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত জানালেন।
৫. উদ্দীপকে উল্লেখিত স্যাটেলাইটের নাম কী?
ক. বঙ্গবন্ধু স্যাটেলাইট
খ. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
গ. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
ঘ. বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩
৬. উপরোক্ত স্যাটেলাইটটি মহাকাশে প্রেরণ করা হয়-
i. ১০ই মে, ২০১৮
ii. দিবাগত রাত ২.১৪ মিনিটে
iii. কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. Virus শব্দের অর্থ কী?
ক. তথ্য মুছে ফেলা
খ. তথ্যের ক্ষতিসাধন করা
গ. তথ্য পরিবর্তন করা
ঘ. তথ্যের প্রতিস্থাপন করা
৮. নিচের কোনটি ই-মেইল সাইট?
ক. Instagram
খ. Facebook
গ. Line
ঘ. Yahoo
৯. পাইরেসি নজরদারি করার সংস্থাটির নাম হচ্ছে-
ক. PDA
খ. BSA
গ. PSA
ঘ. BPS
১০. Out of memory or Not enough memory মেসেজ দূর করতে হলে
কী করতে হবে?
ক. অতিরিক্ত Floppy Disk ব্যবহার করতে হবে
খ. অতিরিক্ত RAM ব্যবহার করতে হবে
গ. অতিরিক্ত ROM ব্যবহার করতে হবে
ঘ. অতিরিক্ত Pen drive ব্যবহার করতে হবে
১১. কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার
জন্য প্রয়োজন-
i. মাঝে মধ্যে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা
ii. মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা
iii. মাঝে মধ্যে ডিফ্র্যাগমেন্ট করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. কিন্ডল (Kindle) কী?
ক. প্রতিষ্ঠানের নাম
খ. কার্টুনের নাম
গ. ই-বুক রিডারের নাম
ঘ. সার্চ ইঞ্জিনের নাম
১৩. ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি যন্ত্রের নাম
কী?
ক. সিডিরম
খ. ট্যাবলেট
গ. পিডিএ
ঘ. আইফোন
১৪. আইসিটির ব্যবহার কিরূপ?
ক. দ্বিমুখী
খ. ত্রিমুখী
গ. একমুখী
ঘ. সর্বমুখী
১৫. স্মার্টফোন অ্যাপস বানানোর জন্য কোন ধরনের জ্ঞান
থাকা প্রয়োজন?
ক. প্রকৌশল
খ. ফ্রিল্যান্সিং
গ. প্রোগ্রামিং
ঘ. ইন্টারনেট
১৬. যার কারনে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে
তা হলো-
i. মোবাইল
ii. ইনফো-গ্রাফিক্স
iii. ই-বুক
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৭. স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি?
ক. \
খ. ÷
গ. /
ঘ. *
১৮. ওপেন অফিস রাইটার কি ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. হিসাব-নিকাশের প্রোগ্রাম
ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
১৯. ওয়ার্ড প্রসেসরে Open অপশনটি কোন বাটনে
থাকে?
ক. অফিস বাটনে
খ. পেইজ লেআউট
গ. টেক্সট
ঘ. রিভিউ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
আফসার ওয়ার্ডে একটি কাজ করতে গিয়ে অপশনটি খুঁজে পাচ্ছিল না। তখন আফসারের ভাই
তাকে বললেন ইলাস্ট্রেশন গ্রুপে গেলে তুমি অপশনটি খুঁজে পাবে।
২০. আফসার নিচের কোন কাজটি করতে চেয়েছিল?
ক. মার্জিন নির্ধারণ
খ. Font কালার নির্ধারণ
গ. ছবি সংযোজন
ঘ. বুলেট এবং নম্বর এর ব্যবহার
২১. এ গ্রুপের সুবিধাগুলো হলো-
i. page নম্বর দেওয়া
ii. চার্ট যোগ করা
iii. বিভিন্ন ধরনের shape ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. ইন্টার অ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
ক. রেডিও
খ. ওয়েবপেজ
গ. সিনেমা
ঘ. টেলিভিশন
২৩. শব্দ কী?
ক. একটি প্রকাশ মাধ্যম
খ. একটি হার্ডওয়্যার
গ. একটি সফটওয়্যার
ঘ. একটি ভাইরাস
২৪. Video কী?
ক. কার্যত এক ধরনের গ্রাফিক্স
খ. এক ধরনের ছায়া
গ. এক ধরনের সমন্বিত চিত্র
ঘ. বাস্তব প্রতিচ্ছবি
২৫. ট্রানজিশনে বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ করা যায়।
যেমন—
i. Camera
ii. Voltage
iii. Diamond
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
বাংলা ১ম পত্র mcq মডেল টেস্ট
আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য
সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে।
১. ‘পিতা-মাতার নীরব হৃদয়ভার’ বলতে ‘সুভা’ গল্পে
মা-বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে?
ক. মমতা
খ. ভালোবাসা
গ. ব্যাকুলতা
ঘ. দুশ্চিন্তা
২. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের
উপরে স্থান দিয়েছেন কেন?
ক. মানসিক সুস্থতার জন্য
খ. শারীরিক সুস্থতার জন্য
গ. উচ্চশিক্ষা অর্জনের জন্য
ঘ. জ্ঞানে বড় হওয়ার জন্য
৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ফুটে উঠেছে—
ক. প্রকৃতির বৈচিত্র্য
খ. সামাজিক জীবন
গ. মুক্ত জীবনের প্রতি আসক্তি
ঘ. প্রকৃতির সাথে জীবনের মিল
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
“তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-
তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।”
৪. অনুচ্ছেদের চরণদ্বয়ের ভাবার্থ কোন রচনার
বিষয়বস্তুকে নির্দেশ করে?
ক. নিমগাছ
খ. মানুষ মুহম্মদ (স.)
গ. মমতাদি
ঘ. নিয়তি
৫. উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে—
i. মহানুভবতা
ii. পরোপকারিতা
iii. ক্ষমতাশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. নিমপাতা কোন রোগের মহৌষধ?
ক. চর্মের
খ. দাঁতের
গ. পেটের
ঘ. যকৃতের
৭. একঝাঁক কী নেমে এসেছিল নীল আকাশ থেকে?
ক. জিন
খ. পরী
গ. নক্ষত্র
ঘ. তারা
৮. হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. বাকস্বাধীনতার
খ. মুক্তির
গ. মনুষ্যত্বের
ঘ. শিক্ষার
৯. কোনটি আফগানিদের একটা সংস্কার?
ক. আপ্যায়ন
খ. বিনয়
গ. গুরুভক্তি
ঘ. অতিথি সেবা
১০. মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন?
ক. আলো-বাতাসের দীনতা
খ. সযত্নে গুছিয়ে না রাখা
গ. শ্রীহীনতা
ঘ. সংকীর্ণতা
১১. গোয়েবলস-এর সময়কাল কত?
ক. ১৮৭০ – ১৯২১
খ. ১৮৯৭ – ১৯৪৫
গ. ১৮৫০ – ১৯১০
ঘ. ১৮৯১ – ১৯৬৫
১২. সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?
ক. সৃজনশীলতা
খ. সৌন্দর্য সৃষ্টি
গ. আনন্দ দান
ঘ. নান্দনিকতা
১৩. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি ‘হিন্দুর অক্ষর’ বলতে কোন
ভাষার অক্ষরকে বুঝিয়েছেন?
ক. বাংলা
খ. আরবি
গ. ফারসি
ঘ. হিন্দি
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
অবসাদে ঘুম নেমে এলে
আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস
কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।
১৪. উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন দিকটি ফুটে
উঠেছে?
ক. নদীর প্রতি অনুরাগ
খ. স্মৃতিকাতরতা
গ. স্বদেশপ্রেম
ঘ. নদীর প্রতি মিনতি
১৫. ফুটে উঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো-
i. সতত তোমার কথা ভাবি এ বিরলে
ii. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
iii. বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. ‘ওহে জীব কর আকিঞ্চন’- বাক্যে আকিঞ্চন শব্দের
অর্থ কী?
ক. উন্নতি
খ. ক্রন্দন
গ. আকাঙ্ক্ষা
ঘ. আকৃতি
১৭. ‘বীর্যবান’ শব্দটি ‘জীবন-সঙ্গীত’ কবিতায় ব্যবহৃত
হয়েছে—
i. পরাক্রম অর্থে
ii. পরাক্রমশালী অর্থে
iii. শক্তিশালী অর্থে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. ‘মানুষ’ কবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন?
ক. তৃষ্ণায়
খ. ভয়ে
গ. রোগে
ঘ. ক্ষুধায়
১৯. ‘পল্লিজননী’ কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো—
i. বাছারে
ii. যাদু
iii. মুখপোড়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ
করেন?
ক. ১৩৩৩ বঙ্গাব্দ
খ. ১৩৩৪ বঙ্গাব্দ
গ. ১৩৩৫ বঙ্গাব্দ
ঘ. ১৩৩৬ বঙ্গাব্দ
২১. তেজি তরুণ কে?
ক. কেষ্টদাস
খ. থুথুড়ে বুড়ো
গ. দামামা বাজানো যুবক
ঘ. বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক
২২. তিতুমীর কত সালে শহিদ হন?
ক. ১৭৮১
খ. ১৭৮২
গ. ১৮৩১
ঘ. ১৮৪০
২৩. প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতাসূর্য কত সালে
অস্তমিত হয়?
ক. ১৯৪৭
খ. ১৭৪৭
গ. ১৮৫৭
ঘ. ১৭৫৭
২৪. ‘কখন আসবে কবি’— এখানে কাকে কবি বলা
হয়েছে?
ক. নির্মলেন্দু গুণকে
খ. বিষ্ণু দেকে
গ. শেখ মুজিবুর রহমানকে
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
২৫. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২১
খ. ১৯২২
গ. ১৯২৩
ঘ. ১৯২৪
২৬. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?
ক. বিনুর
খ. শিলুর
গ. তালেবের
ঘ. বুধার
২৭. “তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে?” এ
বক্তব্যে প্রকাশ পেয়েছে—
i. দেশাত্মবোধ
ii. সাহস
iii. প্রতিশোধস্পৃহা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে
বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজহিতৈষী ব্যক্তি সগীর
সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি
ভয়ংকর হয়ে ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয়।
২৮. উদ্দীপকের মিতু ‘বহিপীর’ নাটকের তাহেরার সাথে কোন
বৈশিষ্ট্যে সাদৃশ্যপূর্ণ?
ক. মা-বাবা হারা হওয়া
খ. চাচির ঘরে আশ্রয় গ্রহণ
গ. বাল্যবিবাহের শিকার
ঘ. পালিয়ে যাওয়া
২৯. উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলির
চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ। কারণ, উভয়ের মধ্যে রয়েছে-
i. দূরদর্শিতা
ii. মানবিকতা
iii. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. “মনে হয় তুই আমার মুরব্বি”- উক্তিটি কার?
ক. বুধার মায়ের
খ. নোলক বুয়ার
গ. বুধার চাচির
ঘ. হরি কাকুর
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় mcq মডেল টেস্ট
১. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে কোনটি ঐক্যবদ্ধ করে?
ক. ভাষা আন্দোলন
খ. একুশ দফা
গ. গণঅভ্যুত্থান
ঘ. ১৯৭০-এর নির্বাচন
২. কয়টি সংগঠন নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়?
ক. ২টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৮টি
৩. ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনের চিত্রে শিক্ষাখাতে কত শতাংশ বাঙালির নিযুক্ত ছিল?
ক. ২৩%
খ. ২৭.৩%
গ. ৩৫%
ঘ. ২০.১%
৪. ৬ দফা ও ১১ দফার মূল লক্ষ্য কী ছিল?
i. গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন
ii. স্বায়ত্তশাসন
iii. পাকিস্তানের দু’অংশের বৈষম্য দূর করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. ১৯৭১ সালের ১০ এপ্রিল কতজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়?
ক. ৪
খ. ৬
গ. ৮
ঘ. ১১
৬. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদানে কারা ভূমিকা পালন করে?
ক. ছাত্র
খ. পেশাজীবী
গ. রাজনীতিবিদ
ঘ. প্রবাসী
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক এক সেমিনারে একজন বক্তা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক দেশ সহযোগিতা করেছিল। একটি দেশ শরণার্থীদের আশ্রয় ও যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল।
৭. উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
৮. দেশটির সহযোগিতার ফল হলো—
i. স্বাধীনতা অর্জন
ii. নিজেদের স্বার্থলাভ
iii. পাক-বাহিনীর উচ্ছেদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৯. সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে?
ক. ১২ অক্টোবর ১৯৭২
খ. ৪ নভেম্বর ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ. ২৫ মার্চ ১৯৭২
১০. ২০১০ সালের শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়েছে—
i. সৃজনশীল ব্যবস্থা
ii. শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার
iii. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. খুলনা, পটুয়াখালী ও বরিশাল জেলার কিয়দংশ নিয়ে গঠিত হয়—
ক. প্লাবন সমভূমি
খ. স্রোতজ সমভূমি
গ. ব-দ্বীপ সমভূমি
ঘ. উপকূলীয় সমভূমি
১২. শীতকালে বাংলাদেশে কোন মৌসুমি বায়ুর প্রভাবে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. দক্ষিণ-পশ্চিম
১৩. ভূমিকম্পের কারণ নয় কোনগুলো?
i. বায়ুর তাপমাত্রা বৃদ্ধি
ii. অগ্ন্যুৎপাত
iii. সুনামি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪. ভবন নির্মাণের সময় কী মেনে চলা বাধ্যতামূলক?
ক. বিল্ডিং কোড
খ. বিল্ডিং অ্যাক্ট
গ. ভবন অনুনিয়ম
ঘ. ভবনরীতি
১৫. বি আই ডব্লিউ টি এ কখন গঠন করা হয়?
ক. ১৯৫৮
খ. ১৯৬৩
গ. ১৯৬৫
ঘ. ১৯৬৯
১৬. বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে কোন নদীর অবস্থান?
ক. মাতামুহুরী
খ. ফেনী
গ. সাঙ্গু
ঘ. নাফ
১৭. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. বরিশাল
গ. ঢাকা
ঘ. চট্টগ্রাম
১৮. স্রোতজ বা গরান বন প্রধানত কোথায় বেশি জন্ম নেয়?
ক. পার্বত্য চট্টগ্রামে
খ. রাজশাহীতে
গ. সুন্দরবনে
ঘ. সিলেটে
১৯. জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. ঐচ্ছিক
খ. কল্যাণমূলক
গ. মুখ্য
ঘ. সাধারণ
২০. নাগরিকের সঙ্গে কিসের সম্পর্ক অত্যন্ত নিবিড়?
ক. জনগণের
খ. সরকারের
গ. নির্বাচনের
ঘ. রাষ্ট্রের
২১. তথ্য অধিকার আইন পাস হয়—
ক. ১০ এপ্রিল, ২০১০
খ. ১৫ এপ্রিল, ২০০৯
গ. ৫ এপ্রিল, ২০০৯
ঘ. ২৫ এপ্রিল, ২০০৯
২২. চতুর্থ বিশ্ব নারী সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়?
ক. লন্ডন
খ. বেইজিং
গ. নাইরোবি
ঘ. দিল্লি
২৩. কোনটি অর্থনৈতিক অবকাঠামো?
ক. শিক্ষা
খ. স্বাস্থ্য
গ. বিনোদন
ঘ. পরিবহণ
২৪. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো-
i. সোনা
ii. চীনামাটি
iii. কয়লা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. ‘সার্বভৌমত্ব’-এর অর্থ কী?
ক. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা
খ. সরকারের ক্ষমতা
গ. রাষ্ট্রের আইন
ঘ. বিচার বিভাগের ক্ষমতা
২৬. বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে?
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
২৭. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা-
ক. রাষ্ট্রের
খ. সমাজের
গ. সকলের
ঘ. ব্যক্তির
২৮. কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা?
ক. মিশ্র
খ. ধনতান্ত্রিক
গ. ইসলামি
ঘ. সামন্ততান্ত্রিক
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
মর্নিং ওয়ার্কে বেড়িয়ে জনাব কবির লক্ষ করেন প্রতিদিন তার সাথে ছোটবড় বিভিন্ন পরিচিত জনের সাথে দেখা হলেও একে অন্যকে শ্রদ্ধা বা স্নেহ প্রদর্শন করে না।
২৯. জনাব কবির কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছেন?
ক. সামাজিক অসমতা
খ. নারীর প্রতি সহিংসতা
গ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
ঘ. কিশোর অপরাধ
৩০. উক্ত সামাজিক সমস্যার প্রভাবে—
i. মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়
ii. দুর্নীতি বৃদ্ধি পায়
iii. অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii




