সৃজনশীল প্রশ্ন ১ . CO₂+ H₂O(1)
(সূর্যালোক/ক্লোরোফিল) → X + Y – তাপশক্তি, বিক্রিয়াটি উদ্ভিদকোষে সংঘটিত হয়
এবং X এর
আণবিক ভর Y অপেক্ষা
অনেক বেশি।
সৃজনশীল প্রশ্ন ২ : ¡) মোম+O₂→A+B+C+শক্তি ii) U, Pu, Co, P
ক. PH কী?
খ. Fe² আয়ন
সনাক্তকরণ ব্যাখ্যা কর।
গ. (i) নং
সমীকরণে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সম্পন্ন হয়- ব্যাখ্যা কর।
ঘ. (ii) নং
উদ্দীপকের মৌলগুলোর চিকিৎসা, কৃষি
এবং বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : পরমাণু
সম্পর্কে বিজ্ঞানী বোর ও বিজ্ঞানী রাদারফোর্ড মডেল উল্লেখযোগ্য মডেল। বোর মডেলের
সাহায্যে K, Cr ও Cu এর ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা
যায়। কিন্তু উভয় মডেলেরই কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে।
ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. K এর
সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালের
পরিবর্তে 4s এ
যায় কেনো?
গ. Cr ও Cu এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের
ব্যতিক্রম কে বাখা করো।
ঘ. উদ্দীপকের মডেলদ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : রসায়ন
শিক্ষক শ্রেণিতে পর্যায় সারনির ৩য় পর্যায় এবং 17 নং
গ্রুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন।
ক. মুদ্রা ধাতু কাকে বলে?
খ. উপযুক্ত উদাহরণের সাহায্যে ত্রয়ীসূত্র ব্যাখ্যা কর।
গ. বর্ণিত গ্রুপের মৌলগুলোর হ্যালোজেন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
ঘ. বর্ণিত পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : X ও Y দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 ও 17।
ক. যৌগমূলক কাকে বলে?
খ. যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো।
গ. Y অণু
গঠন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ. X ও Y দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয়
কি-না বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ₇A, ₁₅B ও ₁₇C
[A, B, C প্রতিকী অর্থে ব্যবহৃত]
ক. আকরিক কাকে বলে?
খ. যোজনী নির্ণয়ে যোজ্যতা ইলেকট্রন এর ভূমিকা
ব্যাখ্যা কর।
গ. পর্যায় সারণিতে ‘B’ মৌলটির
অবস্থান নির্ণয় কর।
ঘ. AC₃ অষ্টক
নিয়ম মেনে চলে কিন্তু BC₅, অষ্টক
নিয়ম মেনে চলে কিনা— বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : ধানমন্ডির একজন ধনী ব্যবসায়ী জনাব তারেক। তিনি বাড়ি তৈরির জন্য লোহার রড় কিনেছেন। জমি সংক্রান্ত কারণে তাঁর কাজ ১মাস পিছিয়ে যায়। যেহেতু তিনি খোলা জায়গায় রড় ফেলে রেখেছিলেন তাই এর উপরে বাদামী একটি স্তর তৈরী হয়।
ক. যৌগ মূলক কাকে বলে?
খ. আম পেকে গেলে হলুদ হয় কেন?
গ. “জনাব তারেকের কেনা রডে ১ মাস পরে কী ধরনের পরিবর্তন ঘটে?” ব্যাখ্যা কর।
ঘ. রডের উপরে উৎপন্ন হওয়া বাদামী স্তর রোধে তুমি কী পদক্ষেপ নেবে বলে মনে কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা 18 -এর নিউক্লিয়াসের ভর 3.011×10⁻²³g ।
ক. বর্ণালী কাকে বলে?
খ. ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের আইসোটোপের প্রোটন সংখ্যা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের মৌলটি এবং এর দ্বিগুণ প্রোটন সংখ্যা
বিশিষ্ট মৌল দ্বারা গঠিত যৌগটি থেকে H₂SO₄, এর
প্রস্তুতি সম্ভব বিশ্লেষণ কর।
