সৃজনশীল প্রশ্ন ৩ :
সৃজনশীল প্রশ্ন ৩ : পরমাণু সম্পর্কে বিজ্ঞানী বোর ও বিজ্ঞানী রাদারফোর্ড মডেল উল্লেখযোগ্য মডেল। বোর মডেলের সাহায্যে K, Cr ও Cu এর ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায়। কিন্তু উভয় মডেলেরই কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে।
ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. K এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালের পরিবর্তে 4s এ যায় কেনো?
গ. Cr ও Cu এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কে বাখা করো।
ঘ. উদ্দীপকের মডেলদ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
Tags
Chemistry



