এইচএসসি রসায়ন ১ম অধ্যায় - সৃজনশীল প্রশ্ন ও উত্তর ( প্রশ্ন ৪০ -৪৪)/ HSC chemistry

 

HSC রসায়ন

এইচএসসি  রসায়ন   সৃজনশীল প্রশ্ন ও উত্তর 


                        সৃজনশীল প্রশ্ন ৪০


ক. হ্যাজার্ড প্রতীক কী?   ১

খ. ল্যাবরেটরিতে সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি ব্যবহার উত্তম কেন?  ২

গ. উদ্দীপকের যৌগসমূহের সংরক্ষণ পদ্ধতি আলোচনা কর। ৩

ঘ. উদ্দীপকের যৌগসমূহের অপরিমিত ব্যবহার মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য হুমকি স্বরূপ কিনা? বিশ্লেষণ কর।  8


                                    সৃজনশীল প্রশ্ন ৪১


প্রশ্ন ৪১ ল্যাবোরেটরিতে দুটি বীকারের একটিতে পাতলা IICI এবং  অপর ছোটো একটিতে 0.09M

 Na₂CO, দ্রবণ রাখা ছিলো। জনৈক  শিক্ষার্থী তার টাইট্রেশন কাজে 5mL 0.09M Na₂CO, দ্রবণ প্রশমনে

ব্যবহৃত ঐ HCI এর আয়তন পেলো 7.4mL.। এই পাঠ অন্যান্য শিক্ষার্থীর পাঠের চেয়ে ব্যতিক্রমী হওয়ার

 কারণ জানতে চাইলে শিক্ষক। লক্ষ করলেন ঐ শিক্ষার্থীর টাইট্রেশন কাজের বুরেট মুখের ফানেলটি 

তখনো সরানো হয়নি। 

                                                                                                                                বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম।


 ক. পিকলিং কী?   ১

খ. মোলাল দ্রবণ তাপমাত্রা নিরপেক্ষ-ব্যাখ্যা করো।   ২

গ. শিক্ষার্থীর টাইট্রেশনে উক্ত IICI এর ঘনমাত্রা কতো পাওয়া গিয়েছিলো?  ৩

ঘ. শিক্ষার্থীর টাইট্রেশনে ভুলের প্রকৃতি কেমন ছিলো?    ৪    


                             সৃজনশীল প্রশ্ন ৪২






 ক. সক্রিয়ন শক্তি কী?  ১

খ. 2d অরবিটাল অসম্ভব কেন?  ২ 

গ. উদ্দীপকের উপাদানসমূহকে কীভাবে সংরক্ষণ করবে- ব্যাখ্যা কর। ৩  

ঘ. উপরের যৌগসমূহের অপরিমিত ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ কিনা- বিশ্লেষণ কর।  8


 সৃজনশীল প্রশ্ন ৪৩





ক. লিগ্যান্ড কী?    ১

খ. কলয়েড কণার সুস্থিতি কীভাবে বিনষ্ট করা যায়-ব্যাখ্যা কর। ২ 

গ. উদ্দীপকের ক ও গ প্রতীক সংরক্ষণ কৌশল-ব্যাখ্যা কর। ৩ 

ঘ. উদ্দীপকে নির্দেশিত হ্যাজার্ড প্রতীকগুলোর মধ্যে ঝুঁকির তুলনামূলক মাত্রা বিশ্লেষণ কর। 8

 সৃজনশীল প্রশ্ন ৪৪



প্রশ্ন ৪৪ শিক্ষক শ্রেণিকক্ষে মোলারিটি, নরমালিটি মোলালিটি সম্পর্কে পড়ানোর পর পরীক্ষাগারে

 রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার বিধি ও সতর্কতাসমূহ পড়ালেন। 
পিরোজপুর সরকারি মহিলা কলেজ, পিরোজপুর।


ক. ppm কি?  ১                                                                                     

 
খ. সেমি সাইক্রো এনালাইসিস ও মাইক্রো এনালাইসিসের মধ্যে ২টি পার্থক্য দিন।   ২

গ. 50mL 0.2M HCI কে ppm এককে প্রকাশ কর। ৩  

ঘ. ল্যাবরেটরিতে ব্যবহৃত বাসায়নিক দ্রব্য স্বাস্থ্য ও পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলে ব্যাখ্যা কর?
8




Post a Comment

Previous Post Next Post