এইচএসসি রসায়ন ১ম অধ্যায় - সৃজনশীল প্রশ্ন ও উত্তর ( প্রশ্ন ৪৫ -৪৯)/ HSC chemistry

 


HSC রসায়ন

রসায়ন ১ম অধ্যায় -   সৃজনশীল প্রশ্ন ও উত্তর 

সৃজনশীল প্রশ্ন ৪৫





ক. কোয়াগুলেশন কী?  ১

খ. দেখাও যে দূর্বল এসিডের বিয়োজনমাত্রা উহার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ২

গ. A যন্ত্রটিকে ব্যবহার করে কিভাবে H₂SO₄ -এর ডেসিমোলার দ্রবণ তৈরি করবে? বর্ণনা কর। ৩

ঘ. B, C এবং D যন্ত্রকে আয়তনমিতিক বিশ্লেষণে ব্যবহার করা হয় -বিশ্লেষণ কর। 8


সৃজনশীল প্রশ্ন ৪৬


প্রশ্ন ৪৬ মি. পাতলু 4-ডিজিট ব্যালেন্স 2.0578g Na₂CO, এবং মি. মটু 2-ডিজিট ব্যালেন্স 3.24gK₂Cr₂O,

 নিয়ে পৃথকভাবে 100 mL আয়তনমিতিক ফ্লাস্কে নিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানি মিশিয়ে দ্রবণ তৈরি

 করল।

(বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা।


ক. প্রভাবক বিষ কী?   ১

খ. HCI একটি পোলার যৌগ কেন?  ২

গ. মি. পাতলুর প্রস্তুতকৃত দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করো। ৩

ঘ. উদ্দীপকের কোন দ্রবণটি প্রমাণ দ্রবণ হিসেবে অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 8

সৃজনশীল প্রশ্ন ৪৭


প্রশ্ন ৪৭ ল্যাবরেটরীতে বহুল ব্যবহৃত কয়েকটি রাসায়নিক হলো NH, দ্রবণ, H₂SO₄, ধাতব Na-উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও:

(রানী ভবানী সরকারি মহিলা কলেজ, নাটোর

ক. রাইডার ধ্রুবক কী? ১

খ. Cr(24) এর ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন?  ২

গ. ল্যাবরেটরীতে উল্লেখিত রাসায়নিক দ্রব্যগুলো কিভাবে সংরক্ষণ করা হয়? ৩

ঘ. উদ্দীপকের রাসায়নিক দ্রব্যগুলোর অধিক ব্যবহার পরিবেশ ও মানব সভ্যতার জন্য হুমকি সরূপ-বিশ্লেষণ কর।  8

সৃজনশীল প্রশ্ন ৪৮


প্রশ্ন ৪৮ একটি পল বুঙ্গি ব্যালেন্সের বামপাল্লায় Na₂CO, ভর্তি ওজন বোতল রেখে ডানপাল্লায় 10g, 5g,

 2g, 500mg, 100mg, 50mg, 20mg  ভরের বাটখারা চাপানো হলো। নিক্তির পয়েন্টারটি '০' দাগে স্থির


করার জন্য 5mg রাইডারটি বীমের 30 দাগে স্থাপন করা হয়েছে।  0.1M 250ml Na₂CO, দ্রবণ প্রস্তুতির

 জন্য পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে আয়তনিক ফ্লাক্সে 2.65g Na₂CO₃ নিতে গিয়ে 2.6180g

নেওয়া হল।                                  (বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

ক. গ্লাস সামগ্রি পরিষ্কার করতে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে কী ব্যবহৃত হয়?   ১

খ. 10mg রাইডারের রাইডার ধ্রুবক 0.0002g বলতে কী বুঝ?   ২

গ. প্রথম বোতলের ওজন নির্ণয় কর।  ৩

ঘ. পল বুঙ্গি ব্যালেন্সের ওজন বোতলে ২য় ওজনের বাটখারাগুলি কী কী তাদের পরিমাণসহ লিখ।  8

সৃজনশীল প্রশ্ন ৪৯




 বিশ্লেষণী রসায়নে কয়েকটি পদ্ধতি রয়েছে। যেমন-

i. মাইক্রো পদ্ধতি; ii. সেমি মাইক্রো পদ্ধতি;
iii. টাইট্রেশন পদ্ধতি।

(পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী।

ক. Green Chemistry কী?   ১

খ. খাদ্যদ্রব্য সংরক্ষণে বায়ুমুক্ত রাখা হয় কেন?   ২

গ. iii নং পদ্ধতিটি উদাহরণসহ ব্যাখ্যা করো।  ৩

ঘ. i ও iii নং পদ্ধতি দুটির সুবিধা ও অসুবিধাগুলোর তুলনামূলক আলোচনা করো।    8



Post a Comment

Previous Post Next Post