এইচএসসি রসায়ন - সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ৩১
প্রশ্ন ৩১ নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন বিকারক দ্রব্যের মধ্যে HNO3, H2SO4 HCHO ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ।
এগুলো খুব সাবধানে সংরক্ষণ করা উচিৎ।
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, টাঙ্গাইল।
ক. দুধের পাস্তুরাইজেশন কী? ১
খ. ক্ষারীয় Cu²* ও Zn²* লবণের দ্রবণে H₂S গ্যাস চালনা করলে CuS ও ZnS উভয়ই অধঃক্ষিপ্ত হয় কেন? ২
গ. উদ্দীপকের রাসায়নিক দ্রব্যসমূহের সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের উল্লেখিত রাসায়নিক দ্রব্যসমূহ পরিবেশের জন্য হুমকিস্বরূপ কেন?
বিশ্লেষণ কর। ৪
সৃজনশীল প্রশ্ন ৩২
প্রশ্ন ৩২ মৌ লাইব্রেরিতে গবেষণার জন্য দুটি পদ্ধতি বিবেচনা করে। সে একটি কঠিন রাসায়নিক
পদার্থকে বিশ্লেষণের জন্য পদ্ধতি-। এ 50 mg এবং পদ্ধতি-2 এ 5 mg ভর পরিমাপ করে নেয়। এরপর সে
একটি তরল রাসায়নিক পদার্থকে বিশ্লেষণের জন্য পদ্ধতি- এ ImL এবং পদ্ধতি-২ এ 0.1ml. আয়তন
পরিমাপ করে নেয়। [শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, গোপালগঞ্জ।
ক. পরিমাপক ফ্লাস্ক কী? ১
খ. ডিজিটাল ব্যালেন্স ব্যবহারে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়? ২
গ. উদ্দীপকে উল্লিখিত-2 নং পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ উল্লেখ কর। ৩
ঘ. ১ ও ২ নং পদ্ধতির মধ্যে তুলনামূলক অবস্থান তুলে ধর। ৪
সৃজনশীল প্রশ্ন ৩৩
ক. রাইডার ধ্রুবক কী? ১
খ. লাবরেটরীতে নিরাপদ চশমা কেন ব্যবহার করা হয়? ২
গ. উদ্দীপকের ঝুঁকি চিহ্ন গুলির গুরুত্ব লাচনা কর। ৩
ঘ. উদ্দীপকের ঝুঁকি থেকে পরিত্রানের উপায় বর্ণনা কর। 8
সৃজনশীল প্রশ্ন ৩৪
প্রশ্ন ৩৪ ল্যাবে বিজ্ঞানী আবিষ্কারের জন্য বিভিন্ন যৌগ যেমন HNO3, H2SO4, NaOH, HCHO ইত্যাদি
ব্যবহার করেন এবং সংরক্ষণ করেন যেন পরিবেশ দূষণ না হয়।
(বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
ক. কোয়ান্টাম সংখ্যা কী? ১
খ. BeCl₂ সরলরৈখিক কেন? ২
গ. উদ্দীপকের ব্যবহৃত রাসায়নিক দ্রব্য কীরূপে সংরক্ষণ করা যায় -ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের ব্যবহৃত উপাদান পরিবেশের জন্য হুমকিস্বরূপ -বিশ্লেষণ কর। 8

