এইচএসসি রসায়ন - সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ২৬
i. SO₂ + H2O → X (g)
ii. NO2 + H2O→Y
iii. Z+ H2O→ ZOH (aq)
(আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।
ক. টাইট্রেশন কী? ১
খ. মাইক্রো ও সেমিমাইক্রো পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ। ২
গ. X, Y এবং ZOH ল্যাবরেটরীতে কীভাবে সংরক্ষণ করবে? ৩
ঘ. X এবং Y গ্যাসদ্বয়ের পরিবেশে ও মানব স্বাস্থ্যের উপর প্রভাব আলোচনা কর। 8
সৃজনশীল প্রশ্ন ২৭
ক. ক্রোমিক এসিড কি? ১
খ. পরীক্ষাগারে নিরাপদ চশমা ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের। নং এর 0.5M দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব লাগবে? ৩
ঘ. I ও II নং প্রশমন বিক্রিয়ার মাধ্যমে । নং দ্রবণের মাত্রা নির্ণয় কর। 8
সৃজনশীল প্রশ্ন ২৮
সৃজনশীল প্রশ্ন ২৯
সৃজনশীল প্রশ্ন ৩০
প্রশ্ন ৩০ রহিম কনিক্যাল ফ্লাক্সে 0.45g NaOH নিয়ে 100mL দ্রবণ প্রস্তুত করল। উক্ত দ্রবণের 10mL. প্রশমিত করার জন্য সে কনিকেল ফ্লাস্কে এক ফোঁটা মিথাইল অরেঞ্জ এবং ব্যুরেট থেকে 5% ঘনমাত্রার কিছু H₂SO₄ যৌগ করল।
[বি এ এফ শাহীন কলেজ, পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল।
ক. প্রমাণ দ্রবণ কি? ১
খ. সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানাইসিসের মধ্যে পার্থক্য লেখ। ২
গ. উদ্দীপকের ব্যুরেটে H₂SO₄ এর পরিবর্তে NaOH ব্যবহার করলে কী কী সমস্যা হবে? ৩
ঘ. রহিম কনিক্যাল ফ্লাক্সে কি পরিমান H₂SO₄ যোগ করেছিল? ৪



