১ম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি
নবম শ্রেণি (ভোকেশনাল) এর শিক্ষার্থীবৃন্দ তোমাদের বোর্ড সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে অধ্যায় ভিত্তিক তিন ধরনের প্রশ্ন থাকতে পারে। সেগুলো হলো - অতি সংক্ষিপ্ত প্রশ্ন , সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন । নিচে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলোঃ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. যোগাযোগের মাধ্যম কয়টি ?
্উত্তর .গাযোগের মাধ্যম ৩টি
২. যোগাযোগের উপকরণ কয়টি ?
্উত্তর .যোগাযোগের উপকরণ ৩টি
সংক্ষিপ্ত প্রশ্ন
১. যোগাযোগের মাধ্যম গুলি কী কী ?
যোগাযোগের মাধ্যম গুলি হলোঃ
প্রত্যক্ষ মাধ্যম - যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়
লিখিত মাধ্যম -যখন লিখে যোগাযোগ করা হয়
যান্ত্রিক মাধ্যম - যখন যোগাযোগে যন্ত্রের ব্যবহার হয়
২. যোগাযোগের উপকরণ গুলি কী কী ?
যোগাযোগের উপকরণ গুলি হলোঃ
প্রত্যক্ষ উপকরণ যেমন- কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত
লিখিত উপকরন যেমন- কাগজ, কলম, পেনসিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড, পত্রিকা, দেয়ালপত্রিকা, ছবি
যান্ত্রিক উপকরণ যেমন- মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউডস্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার
৩.আগুনের পরশমনি রচনায় কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে?
লেখাটি তাঁর “আগুনের পরশমণি” উপন্যাসের অংশবিশেষ। যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে। এটি একটি লিখিত যোগাযোগ। আগুনের পরশমনি রচনায় লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে ।
রচনামূলক প্রশ্ন
১. যোগাযোগের মাধ্যম ও উপকরণ গুলি কী কী ? প্রত্যেকটির বর্ণনা দাও ।
যোগাযোগের মাধ্যম গুলি হলোঃ
প্রত্যক্ষ মাধ্যম - যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়
লিখিত মাধ্যম -যখন লিখে যোগাযোগ করা হয়
যান্ত্রিক মাধ্যম - যখন যোগাযোগে যন্ত্রের ব্যবহার হয়
নিচে যোগাযোগের তিনটি মাধ্যম উল্লেখ করা হলো:
১. প্রত্যক্ষ মাধ্যম: প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে এবং অন্য পক্ষ শোনে। এক্ষেত্রে গলার স্বর, কথার সুর, ইশারা, অঙ্গভঙ্গি, তাকানোর ধরন ইত্যাদি দিকগুলো গুরুত্বপূর্ণ।
২. লিখিত মাধ্যম: লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটিই মুখ্য। এ ধরনের যোগাযোগের নমুনা: চিঠিপত্র, সাহিত্য, নোটিশ, ব্যানার, মোড়ক, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড, সাইনবোর্ড, প্রতিবেদন, অ্যাসাইনমেন্ট, পত্রপত্রিকা, ছবি ইত্যাদি।
৩. যান্ত্রিক মাধ্যম: যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার হয়। এ ধরনের যোগাযোগের নমুনা: এসএমএস, ই-মেইল, অনলাইন মিটিং, অডিও-ভিডিও কল, সিনেমা ইত্যাদি।
যোগাযোগের উপকরণ গুলি হলোঃ
প্রত্যক্ষ উপকরণ
লিখিত উপকরন
যান্ত্রিক উপকরণ
যোগাযোগ করার সময়ে আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি। যেমন:
১. প্রত্যক্ষ উপকরণ: সরাসরি কথা বলার সময়ে বা প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয়; যেমন- বাষ্প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত ইত্যাদি।
২. লিখিত উপকরণ: লিখে ভাব প্রকাশের সময়ে বা লিখিত যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয়; যেমন-কাগজ, কলম, পেনসিল, বই, পত্রিকা, দেয়ালপত্রিকা, ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড, ছবি ইত্যাদি।
০৩ . যান্ত্রিক উপকরণ: যোগাযোগে যেসব যন্ত্র ও আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়; যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউডস্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার ইত্যাদি।