৯ম শ্রেণির বাংলা ২য় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি /Class 9 2nd CHP. ANS.

 

প্রমিত ভাষা ব্যবহার করি

অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. বাংলা স্বরবর্ণ কয়টি ?

বাংলা স্বরবর্ণ এগারোটি। 

মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?

 মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি। যথা: ইঅ্যাউ।

৩.'ওস্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ  কেমন হয় ?

 'ও' স্বরধ্বনি উচ্চারণের সময়ে-

জিভ একটু উঁচু হয় , জিভ পিছনের দিকে উঁচু হয় ।

৪.'ওস্বরধ্বনি উচ্চারণের সময়ে  ঠোট কেমন হয় ?

ঠোঁট গোল হয় ,ঠোঁট অল্প খোলে ।


সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. 'স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?

'উচ্চারণের সময়ে জিভ সামনে উঁচু হয় জিভের অবস্থানের ভিত্তিতে 'সম্মুখ স্বরধ্বনি। 

ঠোঁট প্রসারিত হয়; তাই এটি প্রসূত স্বরধ্বনি। ঠোঁট অল্প খোলে; তাই এটি সংবৃত স্বরধ্বনি।

২. 'এস্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?

 'এ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে-

জিভ একটু উঁচু হয়; তাই এটি মধ্য স্বরধ্বনি। জিভ সামনের দিকে উঁচু হয়; তাই এটি সম্মুখ স্বরধ্বনি। ঠোঁট প্রসারিত হয়; তাই এটি প্রসূত স্বরধ্বনি। ঠোঁট অল্প খোলে; তাই এটি সংবৃত স্বরধ্বনি।

৩. 'অ্যাস্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?

অ্যা: 'অ্যা' স্বরধ্বনি উচ্চারণের সময়ে-

জিভ একটু উঁচু হয়; তাই এটি মধ্য স্বরধ্বনি। জিভ সামনের দিকে উঁচু হয়; তাই এটি সম্মুখ স্বরধ্বনি। ঠোঁট প্রসারিত হয়; তাই এটি প্রসূত স্বরধ্বনি। ঠোঁট বেশি খোলে; তাই এটি বিবৃত স্বরধ্বনি।

৪.'আস্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?

আ: 'আ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে

জিভ নিচু থাকে; তাই এটি নিম্ন স্বরধ্বনি। জিভ মাঝখানে নিচু থাকে; তাই এটি মধ্য স্বরধ্বনি। ঠোঁট গোল ও প্রসারিত হয়; তাই এটি গোলাকৃত ও প্রসূত স্বরধ্বনি। ঠোঁট বেশি খোলে; তাই এটি বিবৃত স্বরধ্বনি।

৫. 'অস্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?

অ: 'অ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে-

জিভ একটু উঁচু হয়; তাই এটি মধ্য স্বরধ্বনি। জিভ পিছনের দিকে উঁচু হয়; তাই এটি পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট গোল হয়; তাই এটি গোলাকৃত স্বরধ্বনি। ঠোঁট বেশি খোলে; তাই এটি বিবৃত স্বরধ্বনি।

৬.'ওস্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?

:'ও' স্বরধ্বনি উচ্চারণের সময়ে-

জিভ একটু উঁচু হয়; তাই এটি মধ্য স্বরধ্বনি। জিভ পিছনের দিকে উঁচু হয়; তাই এটি পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট গোল হয়; তাই এটি গোলাকৃত স্বরধ্বনি। ঠোঁট অল্প খোলে; তাই এটি সংবৃত স্বরধ্বনি।

৭.'উস্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?

উ: 'উ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে-

জিভ উঁচু হয়; তাই এটি উচ্চ স্বরধ্বনি।

জিভ পিছনের দিকে উঁচু হয়; তাই এটি পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট গোল হয়; তাই এটি গোলাকৃত স্বরধ্বনি।

ঠোঁট অল্প খোলে; তাই এটি সংবৃত স্বরধ্বনি।

৮. সন্মুখ স্বরধ্বনি কাকে বলে ?

যেসব স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ সামনে উঁচু হয় তাদেরকে সন্মুখ স্বরধ্বনি  বলে  ।  'উচ্চারণের সময়ে জিভ সামনে উঁচু হয় জিভের অবস্থানের ভিত্তিতে 'সম্মুখ স্বরধ্বনি। 

৯.প্রসৃত স্বরধ্বনি কাকে বলে ?

যেসব স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট প্রসারিত হয়সেগুলোকে বলে প্রসূত স্বরধ্বনি। '', '', 'অ্যাএগুলো প্রসূত স্বরধ্বনি।

১০.বিবৃত স্বরধ্বনি কাকে বলে ?

যেসব স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলেসেগুলোকে বলে বিবৃত স্বরধ্বনি। 'অ্যা', '', ''-এগুলো বিবৃত স্বরধ্বনি। 

১১. প্রমিত ভাষা কাকে বলে ?

 সকল অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে ভাষার এমন রূপের নাম প্রমিত ভাষা।

১২. প্রমিত ভাষা কয় ধরনের ?

 প্রমিত ভাষা দু্ই ধরনের ১.কথ্য প্রমিত  ২. লেখ্য প্রমিত

বাংলা

প্রমিত ভাষার দুটি রূপ আছে: কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময়ে, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে।

কবিতা-গল্প-উপন্যাসে কখনো কখনো শব্দের কথ্য প্রমিত রূপ দেখা যায়। তবে আনুষ্ঠানিক গদ্যে শব্দের কথ্য প্রমিত রূপের পরিবর্তে লেখ্য প্রমিত রূপ ব্যবহার করা শ্রেয়। যেমন, শব্দের কথ্য প্রমিত রূপ ধুলো, ফিতে, ভেতর ইত্যাদি। এগুলোর লেখ্য প্রমিত রূপ-ধুলা, ফিতা, ভিতর ইত্যাদি।

নিচের উদাহরণগুলো দেখো এবং লেখার সময়ে বিষয়টি খেয়াল রেখো।



Post a Comment

Previous Post Next Post