নবম শ্রেণি (ভোকেশনাল) এর শিক্ষার্থীবৃন্দ তোমাদের বোর্ড সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে অধ্যায় ভিত্তিক তিন ধরনের প্রশ্ন থাকতে পারে। সেগুলো হলো - অতি সংক্ষিপ্ত প্রশ্ন , সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন । নিচে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলোঃ
দ্বিতীয় অধ্যায় , প্রমিত ভাষা ব্যবহার করি
১ম পরিচ্ছেদ
ধ্বনির উচ্চারণ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলা স্বরবর্ণ কয়টি ?
২. মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?
৩.'ও' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ কেমন হয় ?
৪.'ও' স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কেমন হয় ?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. 'ই' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?
২. 'এ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?
৩. 'অ্যা' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?
৪.'আ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?
৫. 'অ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?
৬.'ও' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?
৭.'উ' স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ ও ঠোটের অবস্থান কেমন হয় ?
৮. সন্মুখ স্বরধ্বনি কাকে বলে ?
৯.প্রসৃত স্বরধ্বনি কাকে বলে ?
১০.বিবৃত স্বরধ্বনি কাকে বলে ?
রচনামূলক প্রশ্ন
১. জিভের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ? উদাহরণসহ লিখ ।
২. ঠোটের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় ? উদাহরণসহ লিখ ।
৩. প্রমিত ভাষা কাকে বলে ? প্রমিত ভাষা কয় ধরনের ?
৪. ১০টি আঞ্চলিক শব্দকে প্রমিত শব্দে পরিবর্তন করো ।
৫. ১০ টি আঞ্চলিক বাক্যকে প্রমিত বাক্যে পরিবর্তন করো ।
৬. সাধুরীতির বাক্যগুলিকে প্রমিত রীতিতে পরিবর্তন করো
১. আমি একদিন অপরাহ্ণে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবন্ধ এক ব্যক্তি তাঁহার সম্মুখে নীত হইলেন।
২. তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে।
৩
. তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, তিনি ঐ ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন।
৪. কিয়ৎক্ষণ পরে, আমি তাঁহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়?
৫. ঐ অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়াছিলেন।
৬. পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন।
৭. তাঁহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না, না, আপনি এক মুহূর্তের জন্যও প্রাণনাশের আশঙ্কা করিবেন না।
৮. আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন, আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না।
৯. এই কথা শুনিবামাত্র তাঁহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল।
১০. তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন।
Tags
৯ম শ্রেণির বাংলা