HSC Physics 2nd paper তাপ গতিবিদ্যা
অধ্যায়ের সৃজনশীল, HSC অধ্যায়-০১ তাপ
গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ও উত্তর, Physics 2nd paper তাপ গতিবিদ্যা সিকিউ সৃজনশীল প্রশ্ন ও উত্তর,উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান ২য় পত্র তাপ গতিবিদ্যা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন
সহ ও সমাধান, অধ্যায়-০১ :তাপ গতিবিদ্যা সৃজনশীল
প্রশ্ন ও উত্তর,
পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহীর ধারণা | Concepts of Conductor, Non-Conductor and semiconductors
১.১: পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থ পরিবাহী :
যে সকল পদার্থের মধ্যদিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে অর্থাৎ খুব কম পরিমান বাধার সম্মুখীন হয়, সেগুলোকে পরিবাহী (Conductor) বলে। যেমন- রুপা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম, পারদ ইত্যাদি।
অপরিবাহী (Insulator)
যে সকল পদার্থের মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না অর্থাৎ প্রবাহের সময় প্রচন্ড বাধার সম্মুখীন হয়, সেগুলো কে অপরিবাহী বা অন্তরক (Insulator) বলে। যেমন- রাবার, কাঁচ, কাগজ, চীনামাটি, প্লাস্টিক, শুষ্ক কাঠ, বাতাস, এবোনাইট ইত্যাদি
তড়িৎ পরিবাহীতার প্রকৃতি অনুসারে কঠিন পদার্থকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। যে সমস্ত পদার্থের ভেতর দিয়ে তড়িত সহজে চলাচল করতে পারে সেগুলোকে বলা হয় পরিবাহী (Conductor)। যেমন:- সোনা, তামা, রুপা, এলুমিনিয়াম ইত্যাদি।
এক ধরণের পদার্থ আছে যার ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারেনা। এদেরকে বলা হয় অপরিবাহী। যেমন-রাবার, সিরামিক, কাঁচ, কাঠ ইত্যাদি।আমরা জানি, পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি এক ধরণের পদার্থ আছে যার তড়িত পরিবাহীতা পরিবাহী পদার্থের চেয়ে অনেক কম; কিন্তু অন্তরকের চেয়ে অনেক বেশি। এগুলোকে বলা হয় অর্ধপরিবাহী। যেমন-জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি।
পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী শক্তিস্তরের ব্যাখ্যা
এনার্জি ব্যান্ড - পরমানুর ইলেকট্রনসমূহ বিভিন্ন কক্ষপথে একটা নির্দিষ্ট শক্তিস্তরে সারিবদ্ধভাবে অবস্থান করে। এ শক্তিস্তরগুলোকে এনার্জি ব্যান্ড বলে। পদার্থে বিভিন্ন ধরনের এনার্জি ব্যান্ড থাকে।
> ভ্যালেন্স ব্যান্ড - পদার্থের পরমানুর ভ্যালেন্স ইলেকট্রনগুলো যে শক্তিস্তরে অবস্থান করে তাকে ভ্যালেন্স ব্যান্ড (Valance Band) বলে। এ ব্যান্ডে সর্বোচ্চ শক্তিস্তর থাকে।