![]() |
| সরকারি নার্সিং কলেজে ভর্তি( পুর্নাঙ্গ তালিকা)/ Nursing College |
আনেক মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে থাকে নাসিং পেশাটি। নার্সিং একটি মহৎ পেশার নাম। কিন্তু পড়ার যোগ্যতা থাকা সত্যেও শুধুমাত্র সঠিক ধারণার অভাবে অনেকে মহৎ এ পেশায় আসতে পারছে না। আপনি যদি একটি সেবামূলক পেশায় আসতে চান, তবে নার্সিং হতে পারে আপনার জন্য আকর্ষণীয় একটি পেশা। একজন নার্স চিকিৎসকের সহকারী হিসেবে রোগীর সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার কাজ করে থাকেন। তবে এ পেশায় আসতে চাইলে শুরুতেই আপনার নার্সিং পড়ার যোগ্যতা থাকতে হবে।
নার্সিং পড়ার যোগ্যতা, কোথায় পড়বেন নার্সিং, কাজের ধরন এবং নার্সের মাসিক আয়সহ কিভাবে আপনি মহৎ এ পেশায় ক্যারিয়ার গঠন করতে পারেন, সেই গুরত্বপূর্ণ তথ্যগুলোই থাকছে আজকের এই লেখায়। নার্সিং বিষয়ে অনেকের স্পষ্ট ধারণা নেই। জানতে চাইলে চলুন, শুরু করি।
Following is a website/web page loaded using iframe
Tags
Career
