শিক্ষাবৃত্তির আবেদন ফরম ২০২৪ (সকল নিয়ম)/Scholarship application

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার রাজস্ব বাজেট হতে প্রাপ্ত অনুদান দ্বারা শিক্ষাবৃত্তি বা শিক্ষা সহায়তা প্রদান করে থাকেন। শিক্ষাবৃত্তির আবেদন সেবাটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ঢাকাসহ দেশের ৮ টি বিভাগীয় কার্যালয় থেকে গ্রহণ করা যায়

 মেধাবী শিক্ষার্থীরা দেশের শিক্ষাবৃত্তির আবেদন ফরম ২০২ পূরণের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত শিক্ষাবৃদ্ধি পেতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যে ১১ থেকে ২০ গ্রেডে যারা অবস্থান করছেন, তারা তাদের (সর্বোচ্চ দুই সন্তানকে) ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তির আবেদন ফরম ২০২ পূরণ করতে পারবেন।

রাজধানী ঢাকাস্থ্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে এ সেবা পরিচলাতি হয়, যা ২ টি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়

দুটি বাছাই কমিটির সভার সুপারিশ এবং উপকমিটির সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়

২০২২-২০২৩ অর্থ বছরের জন্য সরকারের অসামরিক খাতের ১৩-২০ গ্রেডে কর্মরত কর্মচারী ও অবসর/ অক্ষম/ মৃত কর্মচারীদের সন্তানদের শিক্ষা বৃত্তির আবেদন শুরু হয়েছে। অনলাইনে আবেদন: www.eservice.bkkb.gov.bd । আবেদনের শেষ তারিখ: ২৮/০২/২০২৩ । যাদের রেজিস্টেশন করা আছে তারা শুধু লগইন করে হোম পেইজে ক্লিক করে আবেদন এ চাপ দিন। আবেদন ফরম করুন করুন। ব্যাস হলে গেল। তাদের প্রি-রেজিস্টেশন করা লাগবে না।

সংক্ষেপে প্রক্রিয়াটি বলি: প্রথমে মোবাইল www.eservice.bkkb.gov.bd ওয়েব সাইটে গিয়ে মোবাইল নম্বর, নাম পদবী, ভেরিফিকেশন নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের কাজ শেষ করুন। তারপর প্রোফাইলে একটি ছবি যুক্ত করুন। আপনার ব্যাংক ডিটেইলস সহ, আপনার সন্তানের তথ্য ও মার্কশীট যুক্ত করে আবেদনটি সাবমিট করে অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট করে নিন। প্রিন্টকৃত আবেদনে আপনার দপ্তর প্রধানের স্বাক্ষর নিন এবং ইস্যু করে নিন। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে স্বাক্ষর ও সীল মেরে নিন। চেক করে নিন আপনি স্বাক্ষর করেছেন কিনা। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে স্ক্যান করা আবেদনপত্রটি আপলোড দিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র সাবমিট করুন। ব্যাস কাজ শেষ।

ifamre use

Following is a website/web page loaded using iframe

Post a Comment

Previous Post Next Post