আমাদের দেশে প্রতিবছরই যোগ্য ও পেশাদার নার্সের চাহিদা বাড়ছে। আমাদের দেশে
অভিভাবকদের বেশিরভাগই সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চায়। কিন্তু দারুণ
সম্ভাবনাময় নার্সিং পেশায় সন্তানকে পড়ানোর প্রবণতা তেমন একটা নেই। এই কারণে শিক্ষাজীবন শেষ করে মানবসেবার পাশাপাশি ভালো
ক্যারিয়ারের দারুণ সম্ভাবনা থাকা সত্বেও তা অনেকেই গ্রহণ
করতে পারছেন না।
আনেক মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে থাকে নাসিং পেশাটি। নার্সিং একটি মহৎ পেশার নাম। কিন্তু পড়ার যোগ্যতা থাকা সত্যেও
শুধুমাত্র সঠিক ধারণার অভাবে অনেকে মহৎ এ পেশায় আসতে পারছে
না। আপনি যদি একটি সেবামূলক পেশায় আসতে চান, তবে নার্সিং হতে
পারে আপনার জন্য আকর্ষণীয় একটি পেশা। একজন নার্স চিকিৎসকের সহকারী হিসেবে রোগীর
সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার কাজ করে থাকেন। তবে এ
পেশায় আসতে চাইলে শুরুতেই আপনার নার্সিং পড়ার যোগ্যতা থাকতে হবে।
নার্সিং পড়ার যোগ্যতা, কোথায় পড়বেন নার্সিং,
কাজের ধরন এবং নার্সের মাসিক আয়সহ কিভাবে আপনি মহৎ এ পেশায়
ক্যারিয়ার গঠন করতে পারেন, সেই গুরত্বপূর্ণ তথ্যগুলোই থাকছে
আজকের এই লেখায়। নার্সিং বিষয়ে অনেকের স্পষ্ট ধারণা নেই। জানতে চাইরে চলুন, শুরু
করি।
