জনাব কামাল
সম্প্রতি 'Y' দেশ ভ্রমণ করে 'X' দেশে ফিরে আসেন। তিনি 'X'
দেশে দেখতে পান যে দেশটির
জনগণ উৎপাদন ও ভোগের ক্ষেত্রে স্বাধীন নয়। কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে দেশটি
উক্ত কার্যক্রম সম্পাদন করে। কিন্তু 'Y' দেশটির অর্থব্যবস্থা 'X' দেশটির সম্পূর্ণ
বিপরীত।
ক. উপযোগ কী?
খ. অর্থনৈতিক
ব্যবস্থা বলতে কী বোঝ?
গ. 'Y' দেশে কোন ধরনের
অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর
যে, 'X' দেশের
অর্থব্যবস্থা বাংলাদেশের অর্থব্যবস্থাকে নির্দেশ করছে? বিশ্লেষণ কর।
৯ নম্বর সৃজনশীল
প্রশ্নের উত্তর
ক. কোনো দ্রব্যের
মানুষের অভাব পূরণের ক্ষমতাই হলো উপযোগ।
খ. যে ব্যবস্থা বা
কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন
প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা
বলে। আর অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনীতি বিষয়ক
প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে।
গ. উদ্দীপকের 'Y' দেশে ধনতান্ত্রিক
অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন
ব্যক্তিমালিকানাধীন। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে
পারে। এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে। অথচ উদ্দীপকের 'X' দেশে উৎপাদনের
ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিস্বাধীনতা নেই। আবার 'Y' দেশে ভোক্তা কোন দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ
করবে এ বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে, যা 'X' দেশের অর্থব্যবস্থার বিপরীত। এছাড়াও 'Y' দেশে উদ্যোগ
গ্রহণের স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, সৰ্বাধিক মুনাফা অর্জন প্রভৃতি বৈশিষ্ট্য
বিদ্যমান। যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে। বিবেচিত। অতএব
নিশ্চিতভাবেই বলা যায়, 'y' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
ঘ. না, আমি মনে করি 'x' দেশের
অর্থব্যবস্থা বাংলাদেশের অর্থব্যবস্থাকে নির্দেশ করে না। কেননা দেশে সমাজতান্ত্রিক
অর্থব্যবস্থা। এবং বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
সমাজতান্ত্রিক
অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ধনতান্ত্রিক ব্যবস্থার
চেয়ে আলাদা। এ অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসহ সকল সম্পদ রাষ্ট্রীয়
মালিকানাধীন। সম্পদের ওপর কোনোরকম ব্যক্তিমালিকানা থাকে না। এছাড়াও অর্থনৈতিক
কার্যাবলিতে সরকারি নির্দেশনা, ভোক্তার স্বাধীনতার অভাব প্রভৃতি বৈশিষ্ট্য
বিদ্যমান। আর ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান
বিশ্বে আর একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান। সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি
ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা
একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির
মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের
ব্যবস্থাও রয়েছে। আর এ ধরনের একটি অর্থব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান থাকায় 'x' দেশের
অর্থব্যবস্থা যে বাংলাদেশের অর্থব্যবস্থাকে নির্দেশ করে না তা নিঃসন্দেহেই বলা
যায়।
১০ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
