১. দাদা এবং নাতনির কথোপকথন
দাদা: টিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখছিলাম, প্রামাণ্য চিত্রের কাহিনি দেখে কষ্ট লাগলেও মুহূর্তের মধ্যে আমার মনটা ভালো হয়ে গেল।
নাতনি: কী দেখে মনটা ভালো হয়ে গেল?
দাদা: প্রামাণ্য চিত্রে যে নির্বাচনটি দেখছিলাম সেখানে জনগণ হাসিমুখে ভোট দিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ আসন একটি দল পেয়েছে। এরপরও বিজয়ী দলটি ক্ষমতা হাতে পায়নি। ফলে জয়ী দলটি অন্য উপায়ে স্বাধীনতা লাভ করে।
ক. ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কখন গঠিত হয়?
খ. ১৯৬৯ সালে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়-ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকে দাদার বক্তব্যটির সাথে ইতিহাসের কোন নির্বাচনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত নির্বাচনই কি স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটায়? সে সম্পর্কে তোমার বক্তব্য উপস্থাপন কর।
২. ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’। কবি হেলাল হাফিজ শহিদ আসাদের স্মরণে এ কবিতাটি লিখেছিলেন। প্রবল ছাত্র আন্দোলনে পুলিশ গুলি করে আসাদকে হত্যা করে। আসাদের মতো আরও অনেকের আত্মত্যাগের কারণে উক্ত আন্দোলনটি সফল হয়। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে।
ক. ২১ ফেব্রুয়ারি কত সাল থেকে শহিদ দিবস হিসেবে পালন হয়ে আসছে?
খ. ‘মৌলিক গণতন্ত্র’ ধারণটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে তার পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. ‘পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল উক্ত আন্দোলনের প্রভাব’- পর্যালোচনা কর।
৩. ভিয়েতনাম দীর্ঘদিন ফরাসিদের অধীনে ছিল। ভিয়েতনামের এক নেতা হোচিমিন এক ভাষণে তাদের অধিকার রক্ষার জন্য স্বাধীনতার মন্ত্রে ভিয়েতনামবাসীকে উজ্জীবিত করেন এবং যুদ্ধবিধস্ত দেশ পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
ক. তমদ্দুন মজলিস কী?
খ. যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের হোচিমিন-এর সঙ্গে সাদৃশ্য আছে এদেশের কোন নেতার যিনি মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন? ব্যাখ্যা কর।
ঘ. যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে উক্ত নেতার উল্লেখযোগ্য অর্জনসমূহ মূল্যায়ন কর।
৪. নাইজেলের দেশ দক্ষিণ গোলার্ধে। নভেম্বরে গ্রীষ্মের ছুটিতে দক্ষিণ এশিয়ার একটি দেশে বেড়াতে যায়। যেখানে নভেম্বর মাসে শীতকাল শুরু হয়। ডিসেম্বর মাসে পার্শ্ববর্তী আরেকটি দেশে গেলে সে লক্ষ করে সেখানে সবেমাত্র শীত শুরু হচ্ছে। এতে সে বেশ বিস্মিত হয়।
ক. উপকেন্দ্র কী?
খ. বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল কেন?
গ. নাইজেলের দ্বিতীয় পর্যায়ে ভ্রমণকৃত দেশের জলবায়ুর ধরন ব্যাখ্যা কর।
ঘ. নাইজেলের দেশ এবং ভ্রমণকৃত এলাকাসমূহের জলবায়ুর ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
৫. রহিম মাঝি বাংলাদেশের একটি বিখ্যাত নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। উক্ত নদীর উৎপত্তিস্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। পরবর্তীতে নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
ক. যমুনার শাখা নদীর নাম কী?
খ. পানিসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে নদীটির ইঙ্গিত দেওয়া হয়েছে তার বর্ণনা কর।
ঘ. বাংলাদেশের কৃষি ও ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে পানিসম্পদের গুরুত্ব বিশ্লেষণ কর।
৬. স্বপন শিপইয়ার্ডে চাকরি নিয়ে ২০১৭ সালে সিঙ্গাপুরে গমন করে। সিঙ্গাপুরের পুরো সীমানা সে ট্যাক্সিক্যাবে চড়ে ভ্রমণ করে। সিঙ্গাপুরের মোট লোকসংখ্যা একটি পরিসংখ্যানও তার কাছে রয়েছে। সেখানকার রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের নির্বাহী কর্তৃপক্ষ বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের সম্পদ ও জনগণকে রক্ষা করতে সক্ষম। স্বপন সিঙ্গাপুরের নিয়মকানুনের প্রতি প্রস্থাবোধ রেখেই সেখানে বসবাস করতে আগ্রহী।
ক. Citizen শব্দটির উৎস কী?
খ. আইনের উৎস হিসেবে আইনসভার ব্যাখ্যা দাও।
গ. স্বপন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের যে উপাদানগুলোর কথা বলেছেন পাঠ্যপুস্তকের আলোকে তার ব্যাখ্যা দাও।
ঘ. ‘রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের রয়েছে কিছু অপরিহার্য ‘কার্যাবলি- উক্তিটি বিশ্লেষণ কর।
৭. বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপের পাশাপাশি, জাতিসংঘ নারী সমাজের উন্নয়নে বিশেষ দৃষ্টি দিয়েছে। তাদেরকে বৈষম্য থেকে রক্ষা করা ও সচেতন করার জন্য জাতিসংঘ ১৯৪৮ সালে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা করে। তখন থেকেই এটি নারীদের জন্য বিভিন্ন আইন ও সম্মেলন করে চলেছে। বাংলাদেশ জাতিসংঘের নীতিসমূহ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে নানা সুবিধা পেয়ে আসছে।
ক. কখন থেকে CEDAW সনদ কার্যকর করা হয়?
খ. জাতিসংঘের উদ্দেশ্য সংক্ষিপ্তভাবে বর্ণনা দাও।
গ. অনুচ্ছেদে উল্লিখিত সম্প্রদায়ের অগ্রগতিতে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
ঘ. উপরের অনুচ্ছেদের শেষ বক্তব্যটি মূল্যায়ন কর।
৮. সিলেট ও ময়মনসিংহের হাওর এলাকার অধিবাসীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তাদের অবস্থার পরিবর্তনে এবং হাওর এলাকার উন্নয়নে সরকার গঠন করেছে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড’ এবং প্রবর্তন করেছে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড আইন ২০১৪’। এছাড়া উক্ত এলাকার উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়েছে।
ক. পরিকল্পনা বাস্তবায়নে কোন ব্যবস্থা জোরদার করতে হবে?
খ. জলাবদ্ধতা সৃষ্টি হলে আমাদের কী কী সমস্যা হতে পারে? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে সরকার গৃহীত কার্যক্রম এসডিজির চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে সহায়তা করবে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কার্যক্রমই কি এসডিজির চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র উপায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৯. জনাব কামাল সম্প্রতি ‘ণ’ দেশ ভ্রমণ করে ‘ঢ’ দেশে ফিরে আসেন। তিনি ‘ঢ’ দেশে দেখতে পান যে দেশটির জনগণ উৎপাদন ও ভোগের ক্ষেত্রে স্বাধীন নয়। কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে দেশটি উক্ত কার্যক্রম সম্পাদন করে। কিন্তু ‘ণ’ দেশটির অর্থব্যবস্থা ‘ঢ’ দেশটির সম্পূর্ণ বিপরীত।
ক. উপযোগ কী?
খ. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ?
গ. ‘ণ’ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর যে, ‘ঢ’ দেশের অর্থব্যবস্থা বাংলাদেশের অর্থব্যবস্থাকে নির্দেশ করছে? বিশ্লেষণ কর।
১০. রবিন ও আবিদ মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। দুজনে একই রুমে থাকে। একদিন আবিদ বলে, পড়া শেষে দেশে ফিরে গিয়ে সে হালাল পণ্যের ব্যবসায় করবে। রবিন তখন জানায়, তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রই তাকে কাজ দেবে।
ক. ভূস্বামী কাকে বলে?
খ. ‘শ্রমিক শোষণ’ – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আবিদের দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? মূল্যায়ন কর।
ঘ. রবিনের দেশের অর্থব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ কর।
১১. দৃশ্যপট-১ : কলেজ ছুটির পর বাসে উঠছিল কিছু শিক্ষার্থী। হঠাৎ অন্যদিক থেকে বেপরোয়া গতির আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। অকালে ঝরে পড়ল কিছু তাজা প্রাণ।
দৃশ্যপট-২ : ঘরের কাজে ব্যস্ত নিলুফা কখনই খেয়াল করে না তার পনেরো বছর বয়সী ছেলে ‘আদিল’ কোথায় যায় কার সাথে মিশে। একদিন সে জড়িয়ে পড়ে ছিনতাইয়ের মতো অপরাধের সাথে।
ক. বাংলাদেশে শিশুশ্রমের প্রধান কারণ কী?
খ. ‘জঙ্গিবাদ’ বলতে কী বোঝায়?
গ. দৃশ্যপট-১ যে সামাজিক সমস্যার ইঙ্গিত দেয় তার প্রভাব বর্ণনা কর।
ঘ. দৃশ্যপট-২ এ ‘আদিল’ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে বাবা-মায়ের সচেতনতাই একমাত্র উপায়-তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার মতামত তুলে ধর।
