পদার্থ




পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় mcq

১. নিচের কোনটি মৌলিক একক?

ক. লুমেন

খ. জুল

গ. মোল

ঘ. নিউটন

২. দৈর্ঘ্যরে একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?

ক পানির

খ. লোহার

গ. আলোর

ঘ. তাপমাত্রার

৩. আদর্শ এক কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?

ক ৬.৯ সে. মি.

খ. ৬.৩ সে. মি.

গ. ৩.৯ সে. মি.

ঘ. ৩.৬ সে. মি.

৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?

ক জুল

খ. নিউটন

গ. প্যাসকেল

ঘ. কেলভিন

৫. দীপন তীব্রতার একক কোনটি?

ক কেলভিন

খ. অ্যাম্পিয়ার

গ. ক্যান্ডেলা

ঘ. মোল

৬. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?

ক. শক্তির সংরক্ষণশীলতা নীতি

খ. বল বৃদ্ধিকরণ নীতি

গ. লিভারের নীতি

ঘ. উপরের সবগুলো

৭. পদার্থবিজ্ঞানে কীসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদঘাটন করা হয়?

ক. পর্যবেক্ষণ

খ. পরীক্ষণ

গ. বিশ্লেষণ

ঘ. উপরের সবগুলো

৮. কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?

ক. লিভারের নীতি

খ. জ্যামিতিক উপপাদ্য

গ. পরমাণু তত্ত্ব

ঘ. তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল

৯. চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন-

ক. রবার্ট হুক

খ. স্নেল

গ. ডা. গিলবার্ট

ঘ. হাইগেন

১০. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?

ক. হাইগেন

খ. স্নেল

গ. রবার্ট হুক

ঘ. ভন গুয়েরিক


 











Post a Comment

Previous Post Next Post