'রেইনকোট' গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

 কয়েকজন মুক্তিযোদ্ধাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিল রহমত। ভুল করে একজন মুক্তিযোদ্ধা একটি শার্ট ফেলে গেলে দিনমজুর রহমত শার্টটি গায়ে দিয়ে মাঠে কাজ করতে যায়। হঠাৎ সে নিজের ভেতর এক ধরনের উত্তেজনা অনুভব করে। সেদিন বাড়ি না ফিরে সে মুক্তিযুদ্ধে যোগ দেয়ার জন্য সীমান্ত পাড়ি দেয়।

ক. নুরুল হুদার শ্যালকের নাম কী?

খ. 'আব্বু তা হলে মুক্তিবাহিনীকেকেন বলেছে?

গ. উদ্দীপকে 'রেইনকোটগল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছেআলোচনা করো।

ঘ. মুক্তিযোদ্ধার শার্ট কিংবা 'রেইনকোটও কাউকে বদলে দিতে পারে'- উদ্দীপক ও 'রেইনকোটগল্পের আলোকে বিশ্লেষণ করো।

 

উত্তর

(ক)  নুরুল হুদার শ্যালকের নাম মিন্টু।

(খ)   নুরুল হুদা বৃষ্টিতে বাইরে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরায় তাঁর পাঁচ বছর ছেলে এ উক্তিটি করেছে।

কলেজের প্রিন্সিপাল পিওন ইসহাককে দিয়ে নুরুল হুদাকে তলব করলেন কলেজে যাওয়ার জন্য। বাইরে বৃষ্টি হওয়ায় তাঁর স্ত্রী তাঁকে মিন্টুর রেইনকোটটি পরে যেতে বলে। রেইনকোট গায়ে দেওয়ার পর নুরুল হুদার পাঁচ বছরের ছেলে তাঁকে দেখে বলেআব্বু তাহলে মুক্তিবাহিনী। শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার জন্যেই তাঁর ছেলে আলোচ্য উত্তিটি করেছে।

(গ)  'রেইনকোটগল্পে একজন সাধারণ মানুষের মধ্যে যে উষ্ণতাসাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়েছে সে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

'রেইনকোটগল্পের নুরুল হুদা একজন শিক্ষক। তিনি ভীরুদুর্বলচিত্ত ও পলায়নপর মানুষ। এক বাদলা দিনের সকালে কলেজের মিলিটারি ক্যাম্পে যাওয়ার সময় তিনি মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট পরেন। এই রেইনকোটের স্পর্শ তাঁকে সাহসী করে তোলে। তিনি দৃঢ়চিত্ত এবং সাহসী হয়ে ওঠেন। তিনি মানসিকভাবে মুক্তিযোদ্ধায় পরিণত হন।

উদ্দীপকে দেখা যায়রহমত নামের এক দিনমজুরের কাছে এক রাতে কয়েকজন মুক্তিযোদ্ধা আশ্রয় নেয়। একজন মুক্তিযোদ্ধা ভুলে একটি শার্ট ফেলে গেলে রহমত সেটি গায়ে দেয়। শার্টটি গায়ে দেওয়ার পর তার শরীরে এক ধরনের উত্তেজনার সঞ্চার হয় এবং সে মুক্তিযুদ্ধে যোগ দেয়। উদ্দীপক ও গল্প উভয়ক্ষেত্রেই অনুঘটকের প্রভাবে চেতনার ইতিবাচক পরিবর্তন ঘটেছে। সুতরাং বলা যায়গল্পের চেতনার পরিবর্তনের দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

(ঘ) 'রেইনকোটগল্পে রেইনকোট এবং উদ্দীপকে মুক্তিযোদ্ধার শার্ট চেতনা জাগ্রত করণে প্রভাবক হিসেবে কাজ করে।

আলোচ্য গল্পে নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট পরার পর ক্রমশ সাহসী ও দৃঢ়চিত্ত হয়ে ওঠেন। তিনি মানসিকভাবে মুক্তিযোদ্ধায় পরিণত হন। একজন মুক্তিযোদ্ধার পোশাকের স্পর্শে তার মধ্যে দেশপ্রেম সঞ্চারিত হয়। সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার চেতনার পরিবর্তন হয়ে যায়। তাই মিলিটারির অত্যাচার তাঁর কাছে উৎপাত বলে মনে হয়।

উদ্দীপকের রহমত কয়েকজন মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছিলেন। তাদের একজনের ফেলে যাওয়া শার্ট গায়ে দেওয়ার পর তার মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয়। দেশত্মবোধে উজ্জীবিত হয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেয়ার জন্য সীমান্ত পাড়ি দেন। মুক্তিযোদ্ধার শার্ট তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে।

উদ্দীপকের রহমত ও 'রেইনকোটগল্পের নুরুল হুদা উভয়ের নিকট যথাক্রমে 'শার্ট ও 'রেইনকোটচেতনা পরিবর্তনের প্রেরণারূপে দেখা দিয়েছে। শ্যালক মিন্টুর রেইনকোট পরে যেমন নুরুল হুদার মানসিকতার পরিবর্তন হয়তেমনি মুক্তিযোদ্দার শার্ট পরে রহমতের মানসিকতার পরিবর্তন দেখা যায়। নুরুল হুদা রেইনকোট পরার পর মিলিটারির অত্যাচার তাঁর কাছে রেইনকোটের ওপর বৃষ্টি পড়ার মতো অগ্রাহ্য বিষয় বলে মনে হয়। এই যে সাহসী ও দৃঢ়চেতা মনোভাব তা তাঁর মধ্যে পূর্বে দেখা যায়নি। উদ্দীপকের রহমতও মুক্তিযোদ্ধার শার্ট পরার পূর্বে মুক্তিযুদ্ধে যোগ দেয়নি। শার্ট গায়ে দেওয়ার পরই তার মধ্যে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সংকল্প দৃঢ় হয়। উদ্দীপক ও গল্পে মানসিকতার এ ইতিবাচক পরিবর্তনে মুক্তিযুদ্ধের শার্ট ও রেইনকোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আলোচ্য উক্তিটিকে যথাযথ বলা যায়।

Post a Comment

Previous Post Next Post