HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ( ১-৫) অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর/HSC Civics Knowledge QS.

 বিগত বেশ কয়েক বছরের এইচএসসি  বিভিন্ন  বোর্ড এর প্রশ্ন হতে যাচাই-বাছাই করে এই প্রশ্নগুলো বের করা হয়েছে।  উল্লেখিত প্রশ্নের উত্তরগুলো অনুশীলনের মাধ্যমে পৌরনীতি  ও সুশাসন ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।

HSC পৌরনীতি  ও সুশাসন ১ম পত্র (১-৫) অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


1. মূল্যবোধ কাকে বলে ?
উত্তর: যে  সংকল্প ও চিন্তাভাবনা মানুষের সামগ্রিক আচার - আচরন  , ব্যবহার  কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই মূল্যবোধ।

2. স্বজনপ্রীতি কাকে বলে ?
উত্তর: স্বজনদের  অগ্রাধিকার প্রদানই স্বজনপ্রীতি। নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ—সুবিধা দানের ক্ষেত্রে যোগ্যব্যক্তির পরিবর্তে স্বজনদের প্রতি গুরুত্ব প্রদানই স্বজনপ্রীতি।


3. রাষ্ট্র কাকে বলে ?
উত্তর: যার নির্দিষ্ট ভূখণ্ড,  সরকার, জনসমষ্টি এবং সার্বভৌমত্ব রয়েছে   রাষ্ট্র এমন একটি রাজনৈতিক সংগঠনকে রাষ্ট্র বলে । 

4. সুশাসন কাকে বলে ?
উত্তর: জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে সুশাসন পরিচালনা হয়।

5. নাগরিকতা কাকে বলে ?
উত্তর: রাষ্ট্রের সদস্য হিসেবে রাষ্ট্র থেকে  ব্যক্তি যে সম্মান ও মর্যাদা  পায় তাকে নাগরিকতা বলে।

6. Civitas শব্দের অর্থ কী?
উত্তর: Civitas এর অর্থ ‘নগররাষ্ট্র’ 

৫. Natus শব্দের অর্থ কী?
উত্তর: Natus  এর অর্থ জন্ম।  এটি  একটি ল্যাটিন শব্দ। 

7. পৌরনীতি কাকে বলে ?
উত্তর: নাগরিকতার সাথে সম্পর্কিত সব বিষয় নিয়ে যে শাস্ত্র  আলোচনা করে পৌরনীতি কাকে বলে । পৌরনীতি হলো সামাজিক বিজ্ঞানের একটি শাখা ।

8. ‘সিভিটাস’ শব্দের অর্থ কী?
উত্তর: নগররাষ্ট্র  ‘সিভিটাস’ শব্দের অর্থ  (City State) ।

9. জনমত কাকে বলে ?
উত্তর: সংখ্যাগরিষ্ঠের সুচিন্তিত ও  যুক্তিযুক্ত মতামতই জনমত।

10. ‘সুশাসন’ শব্দটি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করে?
উত্তর: বিশ্বব্যাংক সুশাসন শব্টি প্রথম ব্যবহার করে।

11. সুশাসন কাকে বলে ?
উত্তর: সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকাজ পরিচালনাই হচ্ছে সুশাসন।

12. আইন কাকে বলে ?
উত্তর: আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে  সমাজস্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এমন নিয়ম কানুন ।

13. মূল্যবোধ কাকে বলে ?
উত্তর: মূল্যবোধ ভালো-মন্দ নির্ধারণের  একটি মানদণ্ড যা  মানুষের আচরণকে সঠিক পথে পরিচালিত করে।


15. সাম্য কাকে বলে ?
উত্তর: সাম্যের অর্থ সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা। জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

16. স্বাধীনতা কাকে বলে ?
উত্তর: নিজের অধিকার উপভোগ করাই স্বাধীনতা  তবে  অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে ।

17. আইন কোন ভাষার শব্দ?
উত্তর: আইন অর্থ হচ্ছে সুনির্দিষ্ট নিয়ম বা নীতি । এটি ফারসি ভাষার শব্দ ।

18. অধ্যাদেশ কে জারি করেন?
উত্তর: রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৩( ১) অনুচ্ছেদ অনুযায়ী  অধ্যাদেশ জারি করেন।

19. Liberty শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: ল্যাটিন ‘Liber’ শব্দ থেকে Liberty শব্দটি  এসেছে।

20. ‘Demos’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Demos’ গ্রিক শব্দ । এর  অর্থ জনগণ।

21. আইনের প্রাচীন উৎস কোনটি?
উত্তর:প্রথা ও রীতিনীতি আইনের প্রাচীন উৎস  ।

22. সুশাসন কী?
উত্তর: জনসাধারণের অংশগ্রহণের সুযোগ, প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা,  বাকস্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে যে শাসনব্যবস্থায় তাকে সুশাসন বলে।

23. ই-গভর্নেন্স কাকে বলে ?
উত্তর: ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) মাধ্যমে সরকারি তথ্য ও সেবা  জনগণের কাছে পৌছানোর ব্যবস্থাই হলো ই গভর্নেন্স।

24. ICT-এর পূর্ণরূপ কী?
উত্তর:  Information and Communication Technology.

25. জনসেবা কাকে বলে ?
উত্তর: জনগণের কল্যাণে আত্মনিবেদন করে সেবা দানের মহান ব্রতই জনসেবা।

26. অধিকারের কাকে বলে ?
উত্তর: অধিকার হচ্ছে  সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ-সুবিধা। যা  নাগরিক হিসেবে প্রাপ্য ।

28. কোন প্রতিষ্ঠান  সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে?

উত্তর: বিশ্বব্যাংক সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করে ।

29. SMS-এর পূর্ণরূপ কী?
উত্তর: Short Message Service SMS- এর পূর্ণরূপ 

30. ই-লার্নিং এর ১টি সুবিধা উল্লেখ করো।
উত্তর: যে কেউ ঘরে বসেই দূর শিক্ষণের সাহায্যে পড়াশোনা করতে পারবে। এটি  ই-লার্নিং এর ১টি সুবিধা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় । 

31. ম্যাকারনির সুশাসনের সংজ্ঞাটি দাও।
উত্তর: “সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজ, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ক বোঝায়।” ম্যাক করনি সুশাসন সম্পর্কে বলেছেন ।

32. ই-সার্ভিস কাকে বলে ?
উত্তর:  ইলেক্ট্রনিক পদ্ধতিতে সরকারি তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া  হলো ই-সার্ভিস ।

33. জনমত  কাকে বলে ?
উত্তর:  সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে , সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত  এমন মতামতই জনমত।

34. আইনগত অধিকার কী?
উত্তর: আইনগত অধিকার বলতে রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত, অনুমোদিত এবং সংরক্ষিত  ব্যক্তির  অধিকারকে বোঝায় ।

35. পৌরনীতি কী বিষয়ক বিজ্ঞান?
উত্তর:  নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হলো পৌরনীতি।

36. অধিকার কাকে বলে ?
উত্তর: নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়   সমাজ ও রাষ্ট্রস্বীকৃত  এমন সুযোগ-সুবিধা  ।

38. নাগরিকের কর্তব্যকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর: নাগরিকের কর্তব্যকে দু’ভাগে ভাগ করা যায়। যথা-আইনগত  ও নৈতিক কর্তব্য।

39. নৈতিক কর্তব্য কী?
উত্তর: ন্যায়নীতিবোধ থেকে যেসব কর্তব্য মানুষ  পালন করে থাকে তাকে নৈতিক কর্তব্য বলে।

40. মানবাধিকার কাকে বলে ?
উত্তর:  একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা মানুষ হিসেবে প্রাপ্য তাই মানবাধিকার।

Post a Comment

Previous Post Next Post