লালসালু উপন্যাস : সৃজনশীল প্রশ্ন ও উত্তর/ Lalsalo CQ (2)

 লালসালু উপন্যাস  : সৃজনশীল প্রশ্ন 

৬. তওবা, তওবা, কহেন কি মাস্টার সাব। খোদাভক্ত পীর, আল্লার ওলি মানুষ। দশ গাঁয়ে যারে মানে, তার নামে এত বড় কুৎসা! ভালো কাজ করলা না মাস্টার, ভালা কাজ করলা না। ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারী। পীরের বদ দোয়ায় ছাই অইয়া যাইবা! কথা শুনে সশব্দে হেসে উঠল মতি মাস্টার। কি যে কও চাচা, তোমাগো কথা শুনলে হাসি পায়। হাসি পাইবো না, লেখাপড়া শিখা তো এহন বড় মানুষ অইয়া গেছ। মুখ ভেংচিয়ে বললেন জমির ব্যাপারী। চাঁদা দিলে দিবা না দিলে নাই, এত বহাত্তরী কথা ক্যান?

ক. খালেক ব্যাপারী মসজিদের কত আনা খরচ বহন করতে চায়?

খ. 'সভায় সকলে প্রথমে বিস্ময় হয়' কেন?

গ. উদ্দীপকের মতি মাস্টার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি? ব্যাখ্যা কর।

ঘ. "উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মাত্র একটি ভাবকে ধারণ করতে সক্ষম হয়েছে।" মন্তব্যটি বিচার কর।

৭. আমার ধারণা- দুই দলের এই বিরোধের প্রধান কারণ দুইটি: তার একটি মোল্লাদের মধ্যে নিহিত, আর একটি তরুণদের মধ্যে। মোল্লাদের দোষ এই তাহারা নূতনের বিরোধী: তরুণ-দলের দোষ এই তাহারা পুরাতনের বিরোধী। মোল্লা-দল ভাবে নূতন যাহা সমস্তই অনৈসলামিক। তাহাদের বিশ্বাস নূতন-কিছু আসিলেই ইসলামকে কিছু-না-কিছু ক্ষতি না করিয়াই যাইবে না। এই উদ্ভট সজাগ বুদ্ধি তাহাদের মনের এক মস্তবড় দুর্বলতা। উদ্দেশ্য সাধু ও মহৎ হইতে পারে, কিন্তু এর মধ্যে একটা কাপুরুষতা লুক্কাইয়া আছে।

ক. গ্রামে স্কুল বসাতে চায় কে?

খ. 'তোমার দাড়ি কই মিয়া' ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

ঘ. "উদ্দীপকের মোল্লাদের এবং 'লালসালু' উপন্যাসের মজিদের চেতনাগত বৈশিষ্ট্য একই।" মন্তব্যটি বিচার কর।

৮. পীর সাহেব তাঁর প্রধান খলিফার রুহে শেষ পয়গম্বর হযরত মোহাম্মদের রুহ-মোবারক নাফেল করিবার জন্য ঠিক তাঁর সামনে বসিলেন। শাগরেদরা চারিদিক ঘিরিয়া বসিয়া মিলিত কণ্ঠে সুর করিয়া দরুদ পাঠ করিতে লাগিলেন। পীর সাহেব কখনও জোরে কখনও বা আন্তে নানা প্রকার দোয়া-কালাম পড়িয়া সুফী সাহেবের চোখে-মুখে ফুঁকিতে লাগিলেন। কিছুক্ষণ ফুঁকিবার পর শাগরেদগণকে চুপ করিতে ইঙ্গিত করিয়া পীর সাহেব বুকে হাত বাঁধিয়া একদৃষ্টে সুফী সাহেবের বুকের দিকে চাহিয়া রহিলেন।

ক. পীর সাহেবের আগমন ঘটে কোন গ্রামে?

খ. 'যত সব শয়তানি বেদাতি কারবার'- কে, কেন বলেছে কথাটি?

গ. উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর। 

ঘ. উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র ভাব ধারণ করে কিতোমার মতের পক্ষে যুক্তি দাও।

৯ . ২০১৪ সাল। সিএনজি ড্রাইভার আবুল মিয়া তার স্ত্রী হাসনা বানুকে নিয়ে কালাচানপুরে থাকে। বিয়ে করার সাত বছর পরেও তাদের যখন ছেলেপুলে হয় না, তখন আবুল মিয়া দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। হাসনা বানু বেঁকে বসে। সে চায়, আগে ডাক্তারি পরীক্ষা করে দেখা হোক, সমস্যাটা কার, তার নিজের নাকি তার স্বামী আবুল মিয়ার। এই নিয়ে প্রবল পারিবারিক বিবাদ চলে। ক. হাসপাতালটি কোথায় অবস্থিত?

ক. হাসপাতালটি কোথায় অবস্থিত?

খ. ধলা মিঞা আওয়ালপুরের পীরের কাছে পানিপড়া আনতে অনিচ্ছুক কেন?

গ. রহিমা এবং উদ্দীপকের হাসনা বানু চরিত্রটির মধ্যে তুলনামূলক আলোচনা কর।

ঘ. 'লালসালু' উপন্যাসের সামাজিক বাস্তবতা এবং উদ্দীপকের সামাজিক বাস্তবতার ভিন্নতার প্রেক্ষাপট কী?


১০. শামীমা সুলতানা একজন গৃহিণী। তার স্বামী আলমাস আলী কৃষিকাজ করে। এই দম্পতির কোনো সন্তানাদি নেই। বিয়ের বারো বছরের পরেও শামীমা সুলতানার গর্ভে কোনো সন্তানাদি না হওয়ায় আলমাস আলী স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করে। দ্বিতীয় স্ত্রী কুলসুম একটি পুত্র সন্তান জন্ম দিলে সংসারে অশান্তি দেখা দেয়।

ক. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতার নাম কী?

খ. মজিদের দ্বিতীয় বিবাহে আগ্রহের কারণ কী?

গ. 'লালসালু' উপন্যাসের রহিমা এবং উদ্দীপকের শামীমা সুলতানা চরিত্র দুটির মধ্যে মিল ও অমিল কী?

ঘ. উদ্দীপকের মধ্যে বাঙালি সমাজের কী ধরনের ছাড়াপতা ঘটেছে- বিশ্লেষণ কর।

সৃজনশীল ৬-১০ প্রশ্নের  উত্তর পেতে এখানে  ক্লিক করুন



Post a Comment

Previous Post Next Post