মাসুমরা এক নতুন
জায়গায় উঠেছে। জায়গাটি অনেক সুন্দর হলেও নানা সমস্যাপূর্ণ। এখানে প্রচুর পরিমাণে
সাপ ও জোঁক আছে। এছাড়া শিয়াল তো অহরহই দেখা যায়। এ অবস্থায় প্রায়ই অসুস্থ হয়ে
পড়েছে মাসুমদের পরিবারের সদস্যরা।
ক. লেখকরা কোথায় বসে
রোদ গায়ে মাখতেন?
খ. “একে বলি নিয়তি।” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের স্থানটির
সঙ্গে গল্পের লেখকদের বসবাস করা বাড়ির বৈসাদৃশ্য বর্ণনা কর।
ঘ. “উদ্দীপক ও ‘নিয়তি’
গল্পের বসতবাড়ি দুটি সুন্দর স্থানে অবস্থিত হলেও সেখানে বসবাস করা কষ্টকর।” উক্তিটির সার্থকতা নির্ণয় কর।
ক. লেখকরা রাজবাড়ির
মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখতেন।
খ. অনেক কিছু মানুষ না
চাইলেও তা সংঘটিত হয়, এটিই নিয়তি। রাজবাড়ির
কুকুর বেঙ্গল টাইগার লেখকের ছোট ভাইকে সাপের কবল থেকে রক্ষা করে। কিন্তুসাপের
কামড়ে কুকুরটির গায়ে দগদগে ঘা দেখা দেয় এবং অবস্থা দিন দিন খারাপ হয়ে যায়। লেখকের
বাবা কুকুরটির এ কষ্ট সইতে না পেরে গুলি করে কুকুরটিকে মেরে ফেলে। নিজ ছেলের জীবন রক্ষাকারীকে
নিজ হাতে মারতে হলো এটাই নিয়তি।
গ. উদ্দীপকের স্থানটির
সঙ্গে ‘নিয়তি’ গল্পের লেখকদের বসবাস করা বাড়ির মধ্যে প্রাকৃতিক বৈসাদৃশ্য দেখা
যায়। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা দেখতে অনেক সুন্দর হলেও সেখানে বসবাস করা
অনেক কষ্টসাধ্য। ভয়ংকর পশু-পাখিসহ নানা প্রতিক‚ল পরিবেশের মুখোমুখি হতে হয়। অনেক
সময় ঘটে নানা দুর্ঘটনা। সম্মুখীন হতে হয় নানা বিপদের। উদ্দীপকের মাসুমদের বাড়ি ও
‘নিয়তি’ গল্পের লেখকদের বসবাস করা বাড়ি উভয়টিই সুন্দর স্থানে অবস্থিত। উভয় স্থানেই
প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয়। উভয় স্থানেই রয়েছে বিপদ-আপদের ভয়। নানা ভয়ংকর পশুপাখি
দেখা যায় উভয় জায়গাতেই। তবে উদ্দীপকের স্থানটিতে জোঁকের বাস থাকলেও গল্পের স্থানে
তা নেই। এছাড়া গল্পের বাড়িটির এলাকায় বনাঞ্চল থাকলেও উদ্দীপকে তেমন আভাস নেই।
ঘ. “উদ্দীপক ও ‘নিয়তি’ গল্পের বসতবাড়ি দুটি
সুন্দর স্থানে অবস্থিত হলেও সেখানে বসবাস করা কষ্টকর।” মন্তব্যটি যথার্থ।
পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক স্থান আছে। কিন্তু সেখানে লোকালয়ের সুবিধা
অনেক কম পাওয়া যায়। পাশাপাশি থাকে নানা জীবজন্তু। এ কারণে সেখানে জীবনযাপন অনেকটা
কষ্টকর। উদ্দীপকের স্থানটি প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর। কিন্তু এ স্থানে আছে
অনেক ভয়ঙ্কর জীবজন্তু। স্বাভাবিক জীবনযাপন এখানে কষ্টসাধ্য। ‘নিয়তি’ গল্পে লেখকরা
যে বাড়িতে ছিল তা অনেক সুন্দর স্থানে অবস্থিত ছিল। তবে সেখানে কিছু ভয়ংকর জীবজন্তু
ছিল। ‘নিয়তি’ গল্পের স্থানটি সুন্দর হলেও সেখানে ভয়ংকর জীবজন্তু ছিল। উদ্দীপকের
স্থানটিও তেমনি। এছাড়াও উভয়স্থানেই ডমানুষকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। সুতরাং
দেখা যাচ্ছে উভয়স্থানই সুন্দর হলেও বসবাস করা কষ্টসাধ্য। তাই বলা যায়, “উদ্দীপক ও ‘নিয়তি’ গল্পের বসতবাড়ি দুটি
সুন্দর স্থানে অবস্থিত হলেও সেখানে বসবাস করা কষ্টকর।” সুতরাং উক্তিটি যথার্থ।
